অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন উৎকণ্ঠার মধ্যে ছিলেন। কারণ গত ২৩ ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ডের ব্যাংককে তার সহধর্মিণী তাজিন হালিমের চিকিৎসা শুরু হয়েছে।
স্ত্রীর অসুস্থতার খবর জানিয়ে নিজের ফেসবুক পেজে আফজাল লিখেছেন, ‘মানুষ অসুস্থ হয়, অসুস্থতাকে দুর্ভাগ্য ধরে নেওয়া হয়। অসুস্থতা, অসুখ মানে ভোগান্তি, তবে নিরাময়ের আশা থাকে মনে। আশা, সেটাই বোধহয় সবচেয়ে বড় ওষুধ। ’
স্ত্রী অসুস্থ হওয়ার পর ঢাকার একটি হাসপাতালের শরণাপন্ন হয়েছিলেন আফজাল। কিন্তু এখানকার রিপোর্ট দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা! আশা নিয়ে এরপর তিনি যান ব্যাংককে। সেখানে প্রায় দুই সপ্তাহ জুড়ে অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তাজিন হালিমের। অবশেষে চিকিৎকরা নিশ্চিত করেন ঢাকার রিপোর্ট ঠিক নয়। ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন আফজাল। তিনি বলেন, ‘এ যেন বুকের ওপর চেপে থাকা অন্ধকারের চেয়ে ভারি পাথর নেমে যাওয়ার মতো অনুভূতি!’
হাসপাতাল থেকে হোটেল, হোটেল থেকে হাসপাতাল করেই টানা ১২ দিন কেটেছে আফজাল-তাজিন হালিম দম্পতির। তিনি বলেছেন, ‘সে দিনগুলোতে হোটেলের সবুজ লন, তার ওপর পড়ে থাকা নাম না জানা ফুল, গাছ আর দুটি দোলনা অনেকটা সময় ভালো লাগার অনুভব উপহার দিয়েছে। ’
বাংলাদেশ সময় : ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫