ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ভাষা শহীদদের নিয়ে শিশুশিল্পী দৃষ্টির গান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
ভাষা শহীদদের নিয়ে শিশুশিল্পী দৃষ্টির গান আনিসা আনজুম দৃষ্টি

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ‘বৃত্তের বাইরে’ অনুষ্ঠানে গান গাইবে আনিসা আনজুম দৃষ্টি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাত বছরের এই শিশুশিল্পী ভাষা শহীদদের নিয়ে একটি গান গেয়ে শোনাবে।

এর কথা হলো- ‘আজকে সবাই প্রাণটি ভরে, মাকে ডাকি মা বলে। ’ 

 

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আনিসার বাবা বিটিভি ও বেতারের গীতিকার ও সুরকার আবু বকর। ‘বৃত্তের বাইরে’ অনুষ্ঠানটি ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩৫ মিনিটে প্রচার হবে। প্রযোজনায় খলিলুর রহমান।

 

মা আনোয়ারা পারভীন জানান, আনিসার প্রথম অ্যালবামের কাজ শুরু হয়েছে। এর সার্বিক তত্ত্বাবধান ও সংগীত পরিচালনা করছেন ওস্তাদ আলম মাহমুদ। তার কাছেই গান শিখছে আনিসা।  

 

আনিসা আনজুম দৃষ্টির জন্ম ২০০৭ সালের ২০ নভেম্বর। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইসমাইলপুরে। আনিসা রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সে।

 

বাংলাদেশ সময় :  ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।