ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ইওর চয়েজ’ নিয়ে ন‍াওমী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
‘ইওর চয়েজ’ নিয়ে ন‍াওমী নাওমী/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাওমীর কাজ গান করা। তাই সংগীতানুষ্ঠানের প্রতি তার দুর্বলতা থাকাই স্বাভাবিক।

সেজন্য এবার সরাসরি সম্প্রচার হবে এমন অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। নাম ‘ইওর চয়েজ’।  

 

মিউজিক ভিডিও নিয়ে সাজানো অনুষ্ঠানে গানের বাইরে এখানে অতিথি থাকবেন বিভিন্ন শিল্পীরা। ফোনে দর্শকদের অংশগ্রহণ করার সুযোগও থাকবে।

 

এ প্রসঙ্গে নাওমী বাংলানিউজকে বলেন, ‘এর আগে ধারণ করে প্রচার হয়েছে এমন একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সরাসরি প্রচার হবে এমন আয়োজনে গানের বাইরে কাজ করা হয়নি। তবুও সপ্তাহে একটি পর্ব প্রচার হবে বলে সাহস করে রাজি হয়ে গেলাম। ’

 

১ মার্চ থেকে মাছরাঙা টেলিভিশনে প্রতি রোববার রাত ১২টা ২ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে ‘ইওর চয়েজ’। প্রযোজনায় জাবেদ ইকবাল তপু।  

 

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।