ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলাদেশকে নিয়ে গানের ভিডিওতে পড়শী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
বাংলাদেশকে নিয়ে গানের ভিডিওতে পড়শী উচ্চাঙ্গ নৃত্যে পড়শী

বাংলাদেশকে নিয়ে গান করেছেন সংগীতশিল্পী পড়শী। গানের পাশাপাশি ভিডিও নিয়ে দর্শকের সামনে ভিন্নরুপে হাজির হতে যাচ্ছেন তিনি।

গানটি গেয়েছেন ইমরান ও পড়শী। ‘এগিয়ে যাও বাংলাদেশ, শত বাধা পেরিয়ে/ জয় হবেই হবে’ এমন কথায় গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন আর সুর ইমরানের।

গত বছর মার্চে মুক্তি পেয়েছিল পড়শীর ‘জয় হবেই হবে’ শিরোনামের একটি গান। তারপর পয়লা বৈশাখে শুরু হয় এর মিউজিক ভিডিও তৈরির কাজ। ভিডিওতে আছে পড়শীর উচ্চাঙ্গ নৃত্য। মডেল হিসেবে আরো থাকছেন আশফাক রানা ও সোহেল সিরাজ।

বছরের বিভিন্ন সময়ে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে ঢাকা, বান্দরবান, খুলনা, গাজীপুর, সিলেট ও কক্সবাজারে।

গানটি নিয়ে পড়শী বাংলানিউজকে বলেন, ‘বাংলাদেশের জন্য এ গান। আমরা গানটিতে বাংলাদেশের নানা ধরনের উত্সব ও ঐতিহ্যের চিত্র তুলে ধরতে চেয়েছি। এ জন্য বছরের বিভিন্ন সময়ে শুটিং করা হয়েছে। যেমন গানটিতে নৌকাবাইচের দৃশ্য আছে। আর গানটির ভিডিওতে ন‍ানা চমক। শিগগরিই এটি অনলাইন ও টিভিতে উন্মুক্ত হবে। ’

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।