গায়ে পাঞ্জাবি-পায়জামা, গলায় ফুলের মালা। পাশে কনের সাজে দাঁড়িয়ে ওপার বাংলার অভিনেত্রী রনিতা দাস (বাহা মনি)।
ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন শিরিন আলম, ঝুনা চৌধুরী, কলকাতার অভিনেতা পরাণ চট্টোপাধ্যায়, তরুণ প্রমুখ। রবীন্দ্রনাথের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে নাটকটি নির্মিত হচ্ছে।
জান গেছে, ভারতলক্ষ্মী পিকচার্সের সেটে এখন নাটকটির দৃশ্যধারণ হচ্ছে। এর কাহিনী লিখেছেন ডায়েল রহমান। ৫ মার্চ সেখানে পৌঁছে ‘হৈমন্তী’ পরিচালনা করবেন তিনি। আপাতত ওপারের একজন পরিচালনার কাজটি চালিয়ে নিচ্ছেন।
ডনলয় বললেন, ‘অভিনয়ের জন্য এর আগেও বর সাজতে হয়েছে। তবে কলকাতায় এবারই প্রথম এমন চরিত্রে কাজ করছি। নাটকটি নিয়ে আমি আশাবাদী। ’
এর আগে রবীন্দ্রসাহিত্যের ‘দর্পহরণ’ নিয়ে নির্মিত নাটকে অভিনয় করেছিলেন নিলয়। শুভ্র খানের পরিচালনায় সেই নাটকে নিলয়ের সহশিল্পী ছিলেন মিম।
বাংলাদেশ সময়: ১০২৩, ফেব্রুয়ারি ২৮, ২০১৫