ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

মার্কিন টিভি সিরিজে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
মার্কিন টিভি সিরিজে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

আমেরিকার শীর্ষস্থানীয় টিভি চ্যানেল এবিসির নতুন একটি টিভি সিরিজে কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। নাম ‘কুয়ান্টিকো’।

এতেে অ্যালেক্স ওয়েভার চরিত্রে দেখা যাবে ৩২ বছর বয়সী এই ভারতীয় অভিনেত্রীকে। এফবিআইয়ে প্রশিক্ষণ নিচ্ছে মেয়েটি। ভার্জিনিয়ার কুয়ান্টিকো শহরে পা রাখার পর অতীতকে ফিরে পায় সে।

 

এফবিআইয়ের একদল তরুণ কর্মীকে ঘিরেই সিরিজটির গল্প। ভার্জিনিয়ার কুয়ান্টিকোতে প্রশিক্ষণ চলাকালে এফবিআইতে যোগ দেওয়ার নির্দিষ্ট কারণ খুঁজে পায় প্রত্যেকে। এটি যৌথভাবে প্রযোজনা করছেন মার্ক গর্ডন, জশ স্যাফরান ও নিক পিপার।  

 

প্রিয়াঙ্কা এখন যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে। এ বছর বলিউডে মুক্তি পাবে তার অভিনীত জোয়া আখতারের ‌‘দিল ধাড়কানে দো’ এবং সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবি।

 

এর আগে বলিউড তারকাদের মধ্যে নিমরাত কৌর ও মল্লিকা শেরাওয়াত মার্কিন টিভি সিরিজে অভিনয় করেছেন।  

 

বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।