ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বলিউডে গ্ল্যামার ও স্টাইলে সেরা যারা

বৃষ্টি শেখ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
বলিউডে গ্ল্যামার ও স্টাইলে সেরা যারা

২৬ ফেব্রুয়ারির কথা। বলিউডে ফ্যাশনে কে কতো কেতাদুরস্ত, সেটাই যেন প্রমাণের রাত ছিলো সেদিন।

প্রথম সারির ডিজাইনারদের দিয়ে বানানো মনকাড়া সব পোশাক পরে তারকারা অংশ ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। স্টাইল ও গ্ল্যামারে সেরা তারকাদের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে। চলুক এক ঝলকে দেখে নেওয়া যাক বিজয়ী তালিকা এবং তারকারা কে কি পরে এসেছিলেন।
 
*(বাঁ থেকে) পুরস্কার হাতে হলুদ গাউনে কারিনা কাপুর খান ও গোলাপি গাউনে আলিয়া ভাট।  


* (বাঁ থেকে) ধূসর রঙা গাউনে মাধুরী দীক্ষিত, নীল রঙা গাউনে টাবু ও সোনালি রঙা গাউনে সোফি চৌধুরী।  


* (বাঁ থেকে) রূপালি গাউনে ইলিয়ারা ডি’ক্রুজ, ছাই রঙা গাউনে অদিতি রাও ও অফ হোয়াইট গাউনে হেমা কৌউল।


* (বাঁ থেকে) নীল গাউনে সোনাম কাপুর, পীচ গাউনে নার্গিস ফাখরি, স্কার্ট আর কমলা রঙা শার্টে তানিয়া কানুজা এবং গাঢ় ও হালকা নীল গাউনে শ্রুতি হাসান।


* (বাঁ থেকে) গুরমিত-দেভিনা, সানি লিওন-ড্যানিয়েল ওয়েবার এবং নীলম-সানি সোনি দম্পতি।


* কালো কোর্ট এবং অফ হোয়াইট শার্টে অমিতাভ বচ্চন।  


* (বাঁ থেকে) সিদ্ধার্থ মালহোত্রা, অক্ষয় কুমার এবং করণ জোহর

এক নজরে সেরা
গ্ল্যামারাস তারকা (নারী): কারিনা কাপুর খান
গ্ল্যামারাস তারকা (পুরুষ): অক্ষয় কুমার
স্টাইলিশ তারকা (নারী): সোনম কাপুর
স্টাইলিশ তারকা (পুরুষ): ইমরান খান
আলটিমেট ডিভা : শ্রীদেবী
গ্লোবাল আইকন অব দ্য ইয়ার (পুরুষ): শাহরুখ খান
গ্লোবাল আইকন অব দ্য ইয়ার (নারী): ঐশ্বরিয়া রাই বচ্চন
টাইমলেস গ্ল্যামার অ্যান্ড স্টাইল আইকন (পুরুষ): অমিতাভ বচ্চন
টাইমলেস গ্ল্যামার অ্যান্ড স্টাইল আইকন (নারী): মাধুরী দীক্ষিত
উদীয়মান ফেস অব ফ্যাশন (নারী): আলিয়া ভাট
উদীয়মান ফেস অব ফ্যাশন (পুরুষ): সিদ্ধার্থ মালহোত্রা
ট্রেন্ডসেটার অব দ্য ইয়ার: সোনম কাপুর
বর্ষসেরা গ্ল্যামারাস ছবি: হ্যাপি নিউ ইয়ার
গ্ল্যামারাস পরিচালক: করণ জোহর
গ্ল্যামারাস জুটি (পর্দা): শাহরুখ খান ও কাজল
গ্ল্যামারাস দম্পতি: ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন
বৈচিত্রময়তার অ্যাওয়ার্ড: নার্গিস ফাখরি
গ্ল্যামারাস ডিজাইনার: মনীষ মালহোত্রা

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫ 
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।