ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
জেনে নিন কোথায় কী ‘মেঘবর্ণ হলদে গল্প’ নাটকে মৌটুসী বিশ্বাস ও ইন্তেখাব দিনার

রাজধানী ও চট্টগ্রামের বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে ১ মার্চ রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

মঞ্চ
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম :  মঞ্চমুকুটের ৩০ বছর পূর্তি।

ইবসেনের ‘পুতুলখেলা’ সন্ধ্যা ৭টায়। নির্দেশনায় সুচরিত খোকন।
সেলিম আল দীন মুক্তমঞ্চ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার : জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে নাট্যোৎসব চলবে ৪ মার্চ পর্যন্ত। বটতলার নাটক ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’ সন্ধ্যা ৬টায়। রচনা মোহাম্মেদ বেন আবদাল্লাহ, নির্দেশনায় মোহাম্মদ আলী হায়দার।

টেলিভিশন
এটিএন বাংলা :  রান্না বিষয়ক অনুষ্ঠান ‘পুষ্টিকর রান্না’ বিকেল ৫টা ২৫ মিনিটে। অতিথি কণ্ঠশিল্পী শাকিলা জাফর।

এনটিভি :  একক নাটক ‘মেঘবর্ণ হলদে গল্প’ রাত ৯টায়। অভিনয়ে ইন্তেখাব দিনার, মৌটুসী বিশ্বাস, নিলয়, সাজনিয়া। ধারাবাহিক নাটক ‘দলছুট প্রজাপতি’ রাত ৮টা ১৫ মিনিটে। অভিনয়ে তৌকীর আহমেদ, রওনক হাসান, কল্যাণ, নিলয়, বন্যা মির্জা, মৌসুমী নাগ, নওশীন, বাধঁন, স্বাগতা, রাইসুল ইসলাম আসাদ, দিতি, ডলি জহুর, লায়লা হাসান, চিত্রলেখা গুহ, কেএস ফিরোজ।

আরটিভি : ধারাবাহিক নাটক ‘উড়ামন’ রাত ৮টা ২০ মিনিটে। অভিনয়ে জাহিদ হাসান, নওশীন, অহনা, সিদ্দিকুর রহমান, শামীম জামান, কেয়া চৌধুরী। শারমিন লাকীর উপস্থাপনায় ‘ব্রাইডাল শো’ রাত ৯টা ৫০ মিনিটে।

দেশ টিভি :
কক্সবাজার থেকে সরাসরি ‘কনসার্ট ফর ফ্রিডম’ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। অংশগ্রহণে সোলস্, হায়দার হোসেন ও এস আই টুটুল।

মাছরাঙা টেলিভিশন :  নতুন ধারাবাহিক নাটক ‘নীলাম্বরী’ রাত ৮টা ৪০ মিনিটে। অভিনয়ে মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, নরেশ ভূঁইয়া, শর্মীলি আহমেদ, আহমেদ রুবেল, রওনক হাসান, প্রাণ রায়, এসএম মহসীন, আবদুল্লাহ রানা, তানজিন তিশা, লুসি তৃপ্তি গোমেজ। নওমীর উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ইওর চয়েজ’ রাত ১২টা ২ মিনিটে।

বৈশাখী টিভি : নকীব খানের উপস্থাপনায় ‘টিউনস অব দ্য ওয়ার্ল্ড’ রাত ৮টায়।

চলচ্চিত্র
স্টার সিনেপ্লেক্স, পান্থপথ
* কিংসম্যান : দ্য সিক্রেট সার্ভিস (সকাল ১১টা, দুপুর ১টা ৪৫, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ১৫)।
* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (সকাল ১১টা ১৫, দুপুর ১টা ৫০, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ১০)।
* হর্নস (সকাল সাড়ে ১১টা, দুপুর ১টা ৪০, বিকেল ৪টা ৪৫)।
* জিরো ডিগ্রী (সকাল ১০টা ৫০, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।
* জেসাবেলে (দুপুর ২টা, সন্ধ্যা সাড়ে ৭টা)।

ব্লকবাস্টার সিনেমাস
* দ্য হবিট : দ্য ব্যাটেল অব দ্য ফাইভ আর্মিস থ্রিডি (দুপুর ২টা ১০, সন্ধ্যা ৬টা ৫০)।
* কিংসম্যান : দ্য সিক্রেট সার্ভিস (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৫টা ১০, সন্ধ্যা ৭টা ৪০)।
* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৫টা ২০, সন্ধ্যা ৭টা ৪০)।
* জিরো ডিগ্রি (দুপুর সাড়ে ১২টা, বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা)।
* নাইট অ্যাট দ্য মিউজিয়াম : সিক্রেট অব দ্য টম্ব (বিকেল ৩টা ২০)।
* এক্সোডাস : গডস অ্যান্ড কিংস থ্রিডি (দুপুর সাড়ে ১২টা)।
* রোমিও বনাম জুলিয়েট (বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।
* সেভেন্থ সান থ্রিডি (দুপুর ১২টা, রাত ৮টা)।
* টেকেন থ্রি (বিকেল ৩টা, ৫টা ২০)।
* ইন্টারস্টেলার (বিকেল ৩টা ৪০)।

প্রদর্শনী
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি : দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ‘দ্য প্যারাডক্সিক্যাল নাউ’ চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। দুপুর ১২টা থেকে রাত ৮টা।

লা গ্যালারি, আঁলিয়স ফ্রঁসেজ, ধানমন্ডি : শিল্পী লায়লা আঞ্জুমান আরার একক চিত্রকর্ম প্রদর্শনী ‘প্রকৃতির আনন্দ’ চলবে ৯ মার্চ পর্যন্ত। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা।

বাংলাদেশ সময় : ১১৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।