ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

টাঙ্গাইলে ড. সৌরভ নাহারের উচ্চাঙ্গ সঙ্গীত সন্ধ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
টাঙ্গাইলে ড. সৌরভ নাহারের উচ্চাঙ্গ সঙ্গীত সন্ধ্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষক ড. সৌরভ নাহারের উচ্চাঙ্গ সঙ্গীত সন্ধ্যা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে রাগ বাগেশ্রী পরিবেশন করেন তিনি।



স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ষড়জ-পঞ্চম এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।

ড. সৌরভ নাহারের উচাঙ্গ সঙ্গীত পরিবেশনের আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদ প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক শ্রী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. গাজী মো. সাইফুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র বসাক।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।