১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সন্তান হারানোর হাহাকার বুকে নিয়ে বেঁচে আছেন কুতুবুদ্দীন। স্বাধীনতা সংগ্রামে গ্রামের সাদাসিধে এই মানুষটি নিজের পঙ্গুত্বের কারণে যুদ্ধে যেতে পারেন না।
এতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, ঈশানা, গাজী রাকায়েত, হান্নান শেলী, আশরাফ কবীর প্রমুখ। সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন ড. মাহফুজুর রহমান ও শিমু।
মঞ্জু সরকারের গল্প থেকে এর কাহিনী লিখেছেন মির্জা রাকিব। চিত্রনাট্য ও পরিচালনায় সাদেক সিদ্দিকী। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের জীবনে আনন্দ-বেদনার অবিচ্ছেদ্য এক মহাকাব্য। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই আমার এই প্রয়াস। এতে মুক্তিযুদ্ধের বীরত্ব দেখার পাশাপাশি দর্শকরা অনুভব করবেন অশ্রুভেজা হাহাকারের কথা। ’
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৫