ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নানারকম ‘পাগলের মেলা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
নানারকম ‘পাগলের মেলা’ নাটকের দৃশ্যে (বাম থেকে) দীপা খণ্দকার, জেনেট ও নিশা

মনিরা মিঠু, শতাব্দী ওয়াদুদ, নাদিয়া, ফারুক আহমেদ, রওনক হাসান, নিশা, দীপা খন্দকার- এই তারকারা একসঙ্গে কাজ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘পাগলের মেলা’য়। সম্প্রতি সাভারে এর দৃশ্যধারণ শুরু হয়েছে।



এটি লিখেছেন রাজিব মনি দাস। তিনি বলেন, ‘আমরা বিভিন্নভাবে সবাই নানাভাবে পাগল। কেউ ঘুম-পাগল, কেউ কাজ-পাগল, কেউ আবার নেশা-পাগল। এখানে একটি গ্রামের নানারকম পাগল মানুষের গল্প তুলে ধরা হয়েছে। ’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম মদিনা। মা হতে না পারায় স্বামীর সঙ্গে সবসময়ই ঝামেলা বাঁধে তার। ’

আজহারুল আলম বাবু পরিচালিত এ নাটকে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, বড়দা মিঠু, সাঈদ সাখাওয়াত, শামীম, দিলু, জাহাঙ্গীর, সাখাওয়াত, জেনেট। ১০৪ পর্বের ধারাবাহিকটির প্রচার শুরু হবে শিগগিরই একটি টিভি চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।