টাইফয়েডে ভুগছেন শবনম ফারিয়া। তিনি এখন পুরোপুরি বিশ্রামে আছেন।
ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ধীরে ধীরে কাজ কমিয়ে দেবেন। আর এখন থেকে রাত ১০টার পর আর কাজ করবেন না। যারা তার এই শর্ত মানবেন, কেবল তাদের কাজ হাতে নেবেন তিনি।
শবনম ফারিয়া কথায় কথায় বাংলানিউজকে বললেন, ‘মাঝে মধ্যে এক-দু’দিন দেরি হতেই পারে। কিন্তু সবসময়ই হলে আমাদের জীবন বলতে কিছু থাকে? সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ক্যামেরার সামনে থাকতে হয়। এর চেয়ে ৯টা থেকে ৬টা অফিস করা ভালো। তখন অসুস্থ থাকলে ছুটি পাবো। কারও মুখে শুনতে হবে না এক মাস আগে বরাদ্দ দেওয়া সময় পেছানো যাবে না। ’
অভিনয় কমিয়ে দেওয়ার ভাবনা প্রসঙ্গে ফারিয়া বললেন, ‘অভিনয় নিয়মিত করবো এমনটা কখনও বলিনি। কারণ অভিনয়শিল্পীদের জীবনযাপন মাঝে মধ্যে মেনে নিতে পারি না। রাত ১২টা-১টা পর্যন্ত ঘরের বাইরে থাকার ঘটনা সপ্তাহে একদিন হলেও হয়। কিন্তু টানা কয়েকদিন হলে পরিবার এটাকে ভালোভাবে নেয় না। আশেপাশেও অনেক কথাবার্তা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমাদের দেশের চেনা সংস্কৃতিতে মেয়েদেরকে আর যা-ই হোক রাত ১০টার মধ্যে বাসায় ঢোকা লাগবে। ’
তিনি আরও বলেন, ‘এমনিতেই শোনা যায়, আমাদের দেশে বিনোদন অঙ্গনে যারা কাজ করেন তাদের সংসার নাকি টেকে না। যিনি মাসে ২০-২৫ দিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করেন, তার পক্ষে সংসার করা কীভাবে সম্ভব? বিয়ে টেকার কথাও না। এসব কারণে বাইরের লোকজনদের আমাদের সম্পর্কে খারাপ ধারণা। তাই কাজ কমিয়ে দেবো। ’
বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, মার্চ ২, ২০১৫