ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ম্যাডোনার বিদ্রোহী মনের ট্যুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
ম্যাডোনার বিদ্রোহী মনের ট্যুর!

নিজের নতুন অ্যালবাম ‘রেবেল হার্ট’-এর প্রতি মানুষকে আরও আকৃষ্ট করতে ফের বিশ্বসফরে বের হবেন ম্যাডোনা। এটি প্রযোজনা করবে লাইভ নেশনের গ্লোবাল ট্যুরিং বিভাগ।



চলতি বছরের ২৯ আগস্ট মিয়ামির আমেরিকান এয়ারলাইন্স এরেনাতে ম্যাডোনার নতুন সংগীত সফর শুরু হবে। এরপর অক্টোবর পর্যন্ত উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে চলবে কনসার্ট। তবে টিকিট বিক্রি বেশি হলে কনসার্টের সংখ্যা বাড়তে পারে। ৯ মার্চ থেকে শুরু হবে টিকিট বিক্রি। সর্বনিম্ন মূল্য ৩৫ ডলার, সর্বোচ্চ ৩০০-৩৫০ ডলার।

আমেরিকার পর ম্যাডোনা যাবেন যুক্তরাজ্যে। সেখানে নভেম্বর থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত হবে ২০-২৫টি কনসার্ট। আগামী বছরের গোড়ার দিকে ‘রেবেল হার্ট’ নিয়ে ম্যাডোনা আসবেন এশিয়া ও অস্ট্রেলিয়ায়। গত ২৫ বছরে দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যাননি তিনি।

এ নিয়ে পঞ্চমবারের মতো ম্যাডোনার সংগীত সফর প্রযোজনা করতে যাচ্ছে লাইভ নেশন। তাদের আয়োজিত ম্যাডোনার ২৮৯টি কনসার্টের ৭৮ লাখ টিকিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে এসেছে ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি। ম্যাডোনা সর্বশেষ ২০০২ সালে ‘এমডিএনএ’ শীর্ষক সংগীত সফরে বেরিয়েছিলেন। এর মধ্যে ৮৮টি কনসার্ট থেকে ৩০ কোটি ৫০ লাখ ডলার আয় হয়েছিলো। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আর্থার ফোজেল বলেছেন, ‘আমাদের সঙ্গে কাজ করেন এমন তারকাদের মধ্যে ম্যাডোনা অন্যতম। শুধু এজন্যই তার সংগীত সফরের দায়িত্ব নিয়েছি তা নয়, নতুন গানগুলোর প্রতি ইতিবাচক প্রতিক্রিয়াও আমাদের উদ্বুদ্ধ করেছে। ’

ক’দিন আগে ব্রিট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চে ‘রেবেল হার্ট’ অ্যালবামের ‘লিভিং ফর লাভ’ গানটি গাইতে গিয়ে পড়ে গিয়েছিলেন ম্যাডোনা। তবে তিনি কোনো চোট পাননি।

* ‘লিভিং ফর লাভ’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৫২৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।