মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘দোস্ত দুশমন’ ধারাবাহিকে যুক্ত হলেন শতাব্দী ওয়াদুদ। এতে তাকে দেখা যাবে পুলিশের ওসি চরিত্রে।
নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে শতাব্দী বাংলানিউজকে বলেন, ‘ধারাবাহিকটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীকে ঘিরে। তাদের মধ্যে একজন খুন হয়। এই খুনের সত্য উদ্ঘাটনের দায়িত্ব পড়ে আমার ওপর। ’
‘দোস্ত দুশমন’ লিখেছেন পরিচালক রাজ নিজেই। তিনি জানান, এখন চলছে তৃতীয় ধাপের দৃশ্যায়ন। চলবে ১০ মার্চ পর্যন্ত।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জয়শ্রী কর জয়া, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, বন্যা মির্জা, সাজু খাদেম, জেনি, মুকিত জাকারিয়া, সোনিয়া হোসেন, অ্যালেন শুভ্র, তৌসিফ মাহবুব, কাজী আসিফ, শবনম ফারিয়া, তাসনুভা তিশা, ডিকন নূর, এবি রোকন, বাবুল ইসলাম, হানিফ প্রমুখ।
মাছরাঙা টিভিতে সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে ‘দোস্ত দুশমন’।
বাংলাদেশ সময় : ২১১৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
** মাছরাঙার পর্দায় ‘দোস্ত দুশমন’
** জয়শ্রী জয়ার রান্নায় মুগ্ধ মুকিত!
** সেলফিতে ফারুক আহমেদ
** ‘দোস্ত দুশমন’ নিয়ে হৃদয়ের গান
** রাজের ‘দোস্ত দুশমন’ যারা