ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

চারটি ছবির সেন্সর সনদপত্র সাময়িক বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
চারটি ছবির সেন্সর সনদপত্র সাময়িক বাতিল

ঢাকা: সেন্সরবোর্ডের কেটে নেওয়া দৃশ্য সংযোজন ও অননুমোদিত পোস্টার প্রচারের জন্য চারটি বাংলা চলচ্চিত্রের সেন্সর সনদপত্র সাময়িক বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীর মাধ্যমে এ তথ্য জানানো হয়।



চলচ্চিত্রগুলো হচ্ছে- মঈন বিশ্বাস প্রযোজিত ও পরিচালিত ‘পাগল তোর জন্যরে’, মো. আব্দুল হালিম প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালবাসা’, শাহ আলমগীর বাচ্চু প্রযোজিত ও অপূর্ব রানা পরিচালিত ‘খুনি বিল্লা’ এবং খোরশেদ আলম খসরু প্রযোজিত ও শাহীন সুমন পরিচালিত ‘নগদ’।
 
বিবরণীতে বলা হয়, চলচ্চিত্র চারটির মধ্যে ‘পাগল তোর জন্যরে’ ও ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্র দুটি সেন্সরবোর্ড কর্তৃক কর্তনকৃত দৃশ্য সংযোজন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিবেচনার জন্য সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান কর্তৃক জমা দেওয়া হয়। জুরি বোর্ডের সদস্যগণ পরীক্ষণকালে এ চলচ্চিত্র দু’টিতে কর্তনকৃত দৃশ্য দেখতে পান।

অপরদিকে ‘খুনি বিল্লা’ ও ‘নগদ’ চলচ্চিত্রে সেন্সরবোর্ড কর্তৃক কর্তনকৃত দৃশ্য ও সেন্সরবিহীন অশ্লীল দৃশ্য প্রেক্ষাগৃহে প্রদর্শন এবং অননুমোদিত পোস্টার ও ফটোসেট দ্বারা প্রচারকার্য চালানো হয়।

এ সব কারণে চলচ্চিত্রগুলোর সেন্সর সনদপত্র সাময়িক বাতিল করা হয়েছে। চলচ্চিত্র চারটি কোথাও প্রদর্শন করা যাবে না বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।