কাঠফাটা রোদে নেপালের চা বাগানে কাজ করছেন চৈতী। চা পাতা ওঠাচ্ছেন, ঝুড়িতে বয়ে নিয়ে যাচ্ছেন।
সম্প্রতি বাংলাদেশ থেকে কয়েকজন অভিনয়শিল্পী নেপালের কাঠমান্ডুতে একাধিক নাটকের কাজে গিয়েছিলেন। এই দলে চৈতীর পাশাপাশি ছিলেন শানু, শম্পা, মিমো, তানভীর, তিথি কবির, ইশরাত তন্বী প্রমুখ।
চৈতী বাংলানিউজকে বলেন, ‘আমরা একসঙ্গে দুটি টেলিছবি ও দুটি একক নাটকের কাজ করেছি। এর মধ্যে একটিতে আমাকে দেখা যাবে চা বাগানের কর্মীর ভূমিকায়। ’
নেপালের বিভিন্ন জায়গায় চিত্রায়িত এ নাটকগুলোর নাম হচ্ছে ‘স্বপ্ন শিখর, ‘দূরত্ব’ এবং ‘অভিবাসী’। এগুলো পরিচালনা করেছেন হাসান শিকদার। শিগগিরই বিভিন্ন চ্যানেলে এগুলোর প্রচার শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫