ছবিটির গল্প উপমহাদেশের পরিবারগুলোতে নারীর অবস্থান ও চালচিত্র নিয়ে, তাই নারী দিবসেই বাজারে আসছে ‘সুতপা’র ঠিকানা’র গানের অ্যালবাম। আগামীকাল ৮ মার্চ বিশ্ব নারী দিবসের সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এর প্রকাশনা উৎসব হবে।
এ প্রসঙ্গে পরিচালক প্রসূন রহমান বাংলানিউজকে জানান, অনুষ্ঠানে থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ। এখানে ছবিটির ভিজ্যুয়াল প্রোমো দেখানো হবে।
সরকারি অনুদানের এ ছবিতে গান থাকছে মোট ৬টি। এর মধ্যে আছে রাধারমণের একটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, চন্দনা মজুমদার, কনা ও কিশোর। পরিচালক প্রসূনের লেখা পাঁচটি মৌলিক গান সুর করার পাশাপাশি পুরো ছবির সংগীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ।
‘সুতপার ঠিকানা’য় অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহাদাত হোসেন, রবি শিকদার, সায়কা আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫