নারীরা আলো ছড়ায়, পথ দেখায়, আলোকিত করে প্রজন্ম থেকে প্রজন্ম। একবিংশ শতাব্দীতে নারীরা স্বমহিমায় উজ্জ্বল।
আলোকিত নারী
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আরটিভি পন্ডস আলোকিত নারী ২০১৫’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। ৮ মার্চ রাত ৭টা ৪০ মিনিটে রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও থেকে জাঁকজমকপূর্ণ এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে আরটিভিতে। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আটটি বিভাগে আটজন আলোকিত নারীকে সম্মাননা জানানো হবে। তারা হলেন- শাহনাজ রহমতউল্লাহ (সঙ্গীত), শর্মিলী আহমেদ (অভিনয়), রাহিজা খানম ঝুনু (শিল্পকলা), রিজিয়া রহমান (সাহিত্য), সালমা খাতুন (চ্যালেঞ্জিং পেশা), অধ্যাপক ড. ফারজানা ইসলাম (শিক্ষা), মাসিংনু মারমা (কৃষি উদ্যোক্তা), আঞ্জেলা গমেজ (সমাজসেবা)।
বৈশাখী টিভি চালাবে নারীরা
আন্তর্জাতিক নারী দিবসে বৈশাখী টেলিভিশন পরিণত হবে নারী ভুবনে। ৮ মার্চ সকাল সাড়ে ১১টায় কেক কেটে অনুষ্ঠান শুরু করবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। জানা গেছে, দিনভর টিভি চ্যানেলটি পরিচালিত হবে নারী নেতৃত্বে এবং নারীদের নির্দেশনায়। বৈশাখী টেলিভিশন দিনভর মুখর থাকবে নারী অতিথিদের পদচারণায়। নারী দিবস উপলক্ষে বৈশাখীতে সকাল ১০টা ২০ মিনিটে রয়েছে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ (সুচন্দা, ববিতা, চম্পা, ইলিয়াস কাঞ্চন)। বিকেল সাড়ে ৩টায় প্রচার হবে টেলিছবি ‘তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম’। রাত ৮টায় রয়েছে ডা: দীপু মনির উপস্থাপনায় ‘শতাব্দীর নারী’, অতিথি সুলতানা কামাল, মেহের আফরোজ চুমকী, নাজমা আক্তার ও রোকেয়া প্রাচী। রাত ১১টা থেকে সরাসরি গানের অনুষ্ঠানে থাকবে বিউটি, লিজা ও নিশিতা বড়–য়ার পরিবেশনা। উপস্থাপনায় ফারহানা নিশো।
* ‘নষ্ট কষ্ট’ টেলিছবিতে নাঈম ও তারিন। এটিএন বাংলায় ৮ মার্চ রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে এটি। লিখেছেন মুন্না রহমান, পরিচালনায় আবু রায়হান জুয়েল।
* ড. শিরিন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের এই স্পিকারকে নিয়ে সাজানো হয়েছে ‘অপরাজিতা’। এটিএন বাংলায় ৮ মার্চ রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে এটি। পরিকল্পনা ও সঞ্চালনায় রুকসানা কবীর কাকলী।
* শাবনূর। এটিএন বাংলায় ৮ মার্চ সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে তার অভিনীত ছবি ‘দুঃখিনি জহুরা’। আজিজুর রহমানের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ফেরদৌস ও এটিএম শামসুজ্জামান।
* ‘জাগো নারী’ অনুষ্ঠানের দৃশ্য। মাছরাঙা টেলিভিশনে ৮ মার্চ রাত ৮টায় প্রচার হবে এটি। টুটলি রহমানের উপস্থাপনায় এ অনুষ্ঠানে নারী অধিকার, ক্ষমতায়ন ও অগ্রযাত্রার নানা দিক নিয়ে আলোচনা করবেন ফারজানা চৌধুরী, ড. মেহতাব খানম, আফসানা ওয়াহাব, রীমা জামাল খান, জাহেদা কবির ও ড. জেসমিন জামান।
* ‘জীবন বদল’ নাটকে অপর্ণা ঘোষ। এনটিভিতে ৮ মার্চ রাত ৯টায় প্রচার হবে এটি। লিখেছেন মাহমুদ দিদার, পরিচালনা করেছেন আশিকুর রহমান। এতে আরও অভিনয় করেছেন আরফান নিশো, নাজিরা আহমেদ মৌ ও প্রণব সরকার অপু।
* ‘আমি যে নারী’ অনুষ্ঠানে (বাঁ থেকে) শম্পা রেজা, ফেরদৌসী প্রিয়ভাষিনী ও সারা হোসেন। এসএ টেলিভিশনে ৮ মার্চ রাত ১১টায় প্রচার হবে এটি। অভিনয়ে: দোলা, তোরা ও নিশাত।
* ‘আমার ব্যালকনি’ অনুষ্ঠানে উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মিতালী মুখার্জি। এসএ টেলিভিশনে ৮ মার্চ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে এটি। উপস্থাপনা করেছেন শামীমা আখতার বেবী।
* মৌসুমী। আরটিভিতে ৮ মার্চ দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রচার হবে তার অভিনীত ছবি ‘বাংলার বউ’। এতে আরও অভিনয় করেছেন ফেরদৌস।
* শাবানা। চ্যানেল নাইনে ৮ মার্চ সকাল ৯টায় প্রচার হবে তার অভিনীত ছবি ‘মা যখন বিচারক’। এতে আরও অভিনয় করেছেন আলমগীর, বাপ্পারাজ, পপি ও শাকিল খান।
বাংলাদেশ সময় : ১৫৪৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫