আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সফল ও প্রতিভাবান ৯ জন নারীকে সম্মাননা দেওয়া হবে। ‘আজকের নারী’ শীর্ষক এই আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওস্থ এসিআই সেন্টার সম্মেলন কক্ষে ৮ মার্চ বিকেল ৪টা ৪০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানটি। এখানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হচ্ছেন নাট্যজন রামেন্দু মজুমদার। এর আয়োজন করেছে ক্যানভাস। পৃষ্ঠপোষকতায় ডাবুর ভাটিকা।
‘আজকের নারী’র আয়োজনে ফেরদৌসী মজুমদার ও সুমির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও সম্মাননা পাবেন রোকেয়া আফজাল রহমান (শিল্প), ড. ফিরদৌসী কাদরি (স্বাস্থ্যসেবা), নাসরীন ফাতেমা আওয়াল (উদ্যোক্তা), রিনা লতিফ (ফ্যাশন), লুনা শামসুদ্দোহা (তথ্যপ্রযুক্তি), ড. শাহিদা আখতার (সমাজসেবা), সাবরিনা ইসলাম (কর্পোরেট)।
বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫