সৃজিত মুখার্জি পরিচালিত বড় ক্যানভাসের ছবি ‘রাজকাহিনী’তে জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন ওপার বাংলার একঝাঁক অভিনেত্রী। তাদেরকে কেমন দেখাবে ছবিটিতে? এ নিয়ে কৌতূহলের কমতি ছিলো না।
‘রাজকাহিনী’তে জয়াকে দেখা যাবে রুবিনা চরিত্রে। এ ছাড়া আছেন লিলি চক্রবর্তী (কমলা থাম্মা), পার্নো মিত্র (গোলাপ), প্রিয়াঙ্কা সরকার (লতা), সুদীপ্তা চক্রবর্তী (যুথিকা), সোহিনী সরকার (দুলি), সায়নী ঘোষ (কলি), ঋধিমা ঘোষ (ফাতিমা), দিতিপ্রিয়া রায় (বুছকি), এনা সাহা (বন্য)।
মজার বিষয় হলো, অবনিন্দ্রনাথ ঠাকুরের ‘রাজকাহিনী’ উপন্যাস অবলম্বনে ১৯৪৭ সালের দেশভাগর প্রেক্ষাপটে সাজানো হয়েছে গল্পটা পুরুষপ্রধান। তবে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নারী অভিনয়শিল্পীদের ছবিই একসঙ্গে ছেড়ে দিলেন সৃজিত। ছেলেদের মধ্যে এতে অভিনয় করেছেন ধৃতিমান ঘোষ, কৌশিক সেন, আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, নাইজেল আকারা, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী।
‘অটোগ্রাফ’, ‘বাইশে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’ এবং ‘চতুষ্কোণ’ ছবিগুলো পরিচালনা করে প্রশংসিত হন সৃজিত। ‘রাজকাহিনী’র পাশাপাশি তিনি তৈরি করেছেন ‘নির্বাক’ নামের আরেকটি ছবি। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।
বাংলাদেশ সময় : ২০১৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫