ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আর্মি স্টেডিয়ামে ইয়াং বাংলার জমজমাট ‘জয়বাংলা কনসার্ট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
আর্মি স্টেডিয়ামে ইয়াং বাংলার জমজমাট ‘জয়বাংলা কনসার্ট’ ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আর্মি স্টেডিয়াম থেকে: ‘জয় বাংলা... জয় বাংলা’ স্লোগানে মুখরিত হলো রাজধানীর বনানী আর্মি স্টেডিয়াম। এখানে যেনো নতুন করে রূপ পেলো বাংলাদেশের ঐতিহ্যের আর জন্মের সাথে সম্পৃক্ত এই স্লোগান।



জয় বাংলায় মুখরিত হয়ে প্রায় অর্ধলক্ষ তরুণ তরুণী নতুন করে উদ্দীপ্ত হলো সামনে এগিয়ে চলার পথে। এই স্টেডিয়ামেই চলছে জমজমাট জয়বাংলা কনসার্ট। বর্তমান তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণে অনুপ্রাণিত করতে এই কনসার্টের আয়োজন করেছে ইয়াংবাংলা। যাতে গান গাইছে এসময়ের সেরা ব্যান্ড দলগুলো। তবে সবাই গাইছে দেশের গান।

শনিবার বিকেল ৫টায় শুরু হয় এই কনসার্ট, রাত সাড়ে নয় টায় এই রিপোর্ট লেখার সময়ও তা চলছে।

অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা ও গীতিকবি, সুরকার, সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কয়েকজন শিল্পী।

এরপর তারই সুর করা আরেকটি গান ‘সব কটা জানালা খুলে দাও না’ গান পরিবেশন করা হয়। কনসার্টে সঙ্গীত পরিবেশন করে ব্যান্ডদল শুন্য, আর্বোভাইরাস শিরোনামহীন।

বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহম§দ তৌফিক, শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববিকে দেখা যায় এই কনসার্টে অংশ নিয়ে উপভোগ করছেন এসব গান।   

প্রতিটি ব্যান্ডদল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অমর গানগুলো পরিবেশন করে। যে গানগুলো ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের জীবন বাজি রাখতে উজ্জীবিত করেছিল। স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছর পর তরুন প্রজন্ম আবার সেই গানেই উজ্জীবিত হয়। সেই শপথ গ্রহণ করেন উপস্থিত তরুনরা।

আয়োজকরা জানান, ১৯৭১ সালের ৭ মার্চে হাজার বছরের পরাধীনতার শৃংখল থেকে বেরিয়ে এসে সংগ্রামে অংশ নেওয়ার জন্য বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বাংলার মুক্তিকামী জনতাকে ঐক্যবদ্ধ করেছিলেন। ইতিহাসের গুরুত্বপূর্ণ সেই ভাষণ তরুণ প্রজন্মের কাছে পৌছে দিতেই এ আয়োজন।

বিদ্যুত জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এসময় বলেন, আমার কাছে সত্যিই অবাক মনে হচ্ছে স্বাধীনতার ৪৪বছর পর আবার আমরা শুনতে পাচ্ছি সেই অমর গানগুলো। আফসোস হয় আমাদের তরুণ বয়সে কেন এধরণের আয়োজন করা হয়নি।

** ‘ও আমার দেশের মাটি’ দিয়ে মঞ্চে শিরোনামহীন
** দর্শক মাতাচ্ছে ব্যান্ডদল নেমেসিস
** জাতীয় সঙ্গীতের মাধমে শুরু ‘জয় বাংলা’ কনসার্ট

বাংলাদেশ সময়: ২১৩০ঘণ্টা, মার্চ: ৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।