প্রথমবার ওমরায় যাচ্ছেন দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী নিপুণ। সেখানে যাবার জন্য সকল প্রস্তুতি শেষ করেছেন তিনি।
নিপুণ বাংলানিউজকে বলেন, ‘আমার ছোট ভাইসহ ওমরায় যাবার পরিকল্পনা আগে থেকেই ছিল। এবারই প্রথমবার যাচ্ছি। তবে এর সঙ্গে অভিনয় ছাড়ার কোনো সম্পর্ক নেই। ফিরে এসে কাজ শুরু করার ইচ্ছে আছে। ’
ওমরা শেষ করে সৌদি আরব থেকে ১৬ মার্চ দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। এদিকে ৬ মার্চ নিপুণ অভিনীত ও বাপ্পারাজ পরিচালিত কার্তুজ ছবিটি মুক্তি পেয়েছে। আসছে ২০ মার্চ মুক্তি পাবে শাহ আলম কিরনের ‘একাত্তরের মা জননী’ ছবিটি। এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এছাড়া মুক্তির মিছিলে রয়েছে ইসমত আরা শান্তির ‘মায়া নগর’, মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’ ও ড. অরুপ রতন চৌধুরীর ‘স্বর্গ খেকে নরক’ ছবিগুলো।
এছাড়া ইউরোপজুড়ে অবৈধ অভিবাসীদের জীবনের গল্প নিয়ে যুক্তরাজ্যের ‘খ্রি ইললিগ্যাল’ নামে এবকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিপুণ। এটি পরিচালনা করবেন বাপ্পী চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫