ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব। আগামী ১২ মার্চ শুরু হয়ে চলবে ২১ মার্চ পর্যন্ত।
জানা গেছে, এবারের নাট্যোৎসবে দেশের প্রায় ২৩টি দলের পাশাপাশি অংশগ্রহণ করতে আসবে চারটি বিদেশি দল। প্রদর্শনী হবে জাতীয় নাট্যশালার মূলমঞ্চ, পরীক্ষণ থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে।
আইটিআই, বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ জানান, ‘সহিংসার বিরুদ্ধে নাটক’ এবং ‘নাটক: শিল্পের প্রত্যুত্থান’ শিরোনামে নাট্য বিষয়ে দু’টি সংলাপের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৫১৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫