ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বাল্যবিবাহ প্রতিরোধে অনন্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
বাল্যবিবাহ প্রতিরোধে অনন্ত অনন্ত জলিল

বাংলাদেশে এক তৃতীয়াংশ মেয়ের বিয়ে হয়ে যায় ১৫ বছর বয়সে। পরিবার, সমাজ এবং দেশের জন্য এটা হুমকিস্বরূপ।

বাল্যবিবাহের মূল কারণ অশিক্ষা, দারিদ্রতা এবং সচেতনতার অভাব। এই অবস্থার উন্নয়নে কাজ করবেন অনন্ত জলিল। এজন্য জনপ্রিয় এই অভিনেতা-নির্মাতা যোগ দিলেন সেভ দ্য চিলড্রেনের সঙ্গে।  

 

জানা গেছে, ইউটিউবে একটি ভিডিও বার্তা দেবে সেভ দ্য চিলড্রেন। এতে বাল্যবিবাহ এড়ানোর জন্য সচেতনতা বৃদ্ধির কথা বলবেন অনন্ত। অনলাইন এবং টিভি চ্যানেলে এটি প্রচার হবে।

 

এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘সেভ দ্য চিলড্রেন একটি আর্ন্তজাতিক বেসরকারি প্রতিষ্ঠান। তাদের আহ্বানে সামাজিক সচেতনতামূলক কাজটি করার জন্য রাজি হলাম। ’

 

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।