ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

রবীন্দ্রসংগীতের অ্যালবামে কাইয়ুম চৌধুরীর আঁকা স্কেচ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
রবীন্দ্রসংগীতের অ্যালবামে কাইয়ুম চৌধুরীর আঁকা স্কেচ কাইয়ুম চৌধুরী

ইমপ্রেস অডিওভিশন থেকে প্রকাশিত হলো রবীন্দ্রসংগীত শিল্পী শাহনাজ বীথির কণ্ঠে রবীন্দ্রনাথের গানের একক অ্যালবাম ‘কণ্ঠে নিলেম’। এর মূল প্রচ্ছদ করা হয়েছে প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকা স্কেচে।

তাই এটি উৎসর্গ করা হয়েছে তাকে।

 

৯ মার্চ সন্ধ্যায় ধানমন্ডিস্থ ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অ্যালবামটির প্রকাশনা অনুুষ্ঠানে অংশ নেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু  সায়ীদ ও রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।  

অ্যালবামে আছে একডজন রবীন্দ্রসংগীত। এগুলো হলো- ‘আপনারে দিয়ে’, ‘যদি জানতেম’, ‘জাগরণে যায় বিভাবরী’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘তোমার খোলা হাওয়া’, ‘ভেঙে মোর ঘরের চাবি’, ‘আমি যখন ছিলেম অন্ধ’, ‘কণ্ঠে নিলেম গান’, ‘ও যে মানে না মানা’, ‘এসেছিলে তবু’, ‘আমিই শুধু রইনু বাকি’, ‘আমায় থাকতে দেনা’। সংগীতায়োজন করেছেন রেজোয়ান আলী।  

 

বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।