ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বাধীনতা দিবসের তিন নাটকে রিচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
স্বাধীনতা দিবসের তিন নাটকে রিচি রিচি সোলায়মান/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেত্রী রিচি সোলায়মান আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে এরইমধ্যে তিনটি নাটকে কাজ করেছেন। এগুলো হলো আবুল হায়াতের পরিচালনায় ‘স্বাধীনতার সূচনা’, মাহমুদ দিদারের লেখা ও পরিচালনায় ‘অবশিষ্ট বুলেট’ এবং চয়নিকা চৌধুরীর ‘আলো ছায়া’।

 

 

সম্প্রতি রাজধানীর বিভিন্ন জায়গায় এ নাটকগুলোর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এরমধ্যে ‘স্বাধীনতার সূচনা’ নাটকের রচনা করেছেন সাগর জাহান এবং আরো অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ। অন্য নাটকগুলোর মধ্যে ‘অবশিষ্ট বুলেট’ নাটকে শাহাদত, মামুনুর রশীদ আর ‘চোখের জ্বলে’ নাটকে রিচির সহশিল্পী হিসেবে কাজ করেছেন অপূর্ব।  

 

স্বাধীনতা দিবসের নাটকে অভিনয় প্রসঙ্গে রিচি বাংলানিউজকে বলেন, ‘স্বাধীনতা দিবসের জন্য কাজ করা সত্যিই ভিন্নকিছু। এ কাজগুলোর ধরন ও গল্প প্রত্যেকটি ভিন্ন ভিন্ন। আর এখানে আবুল হায়াতের পরিচালনার কাজটিতে সূচনা চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা। অন্য কাজগুলোও দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। ’

 

স্বাধীনতা দিবসে বিভিন্ন চ্যানেলে এ নাটকগুলো প্রচার হবে বলে জানা যায়।  

 

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।