১৯৮৫ সালে পথচলা শুরু করেছিলো দেশের জনপ্রিয় ব্যান্ড অবসকিওর। আগামী ১৫ মার্চ পূর্ণ হতে যাচ্ছে তাদের পথচলার ৩০ বছর।
অবসকিওর ব্যান্ডের প্রধান সাইদ হাসান টিপু বলেন, ‘গানকে ভালোবাসি। শ্রোতাদের সমর্থন পাওয়ায় এতোটা পথ পাড়ি দিতে পেরেছি। আগামীতেও সবার সহযোগিতায় এগিয়ে যেতে চাই। তিন দশক পূর্তিতে ব্যান্ডের পক্ষ থেকেও উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। ’
১৯৮৬ সালে সারগাম থেকে প্রকাশিত হয় অবসকিওরের প্রথম অ্যালবাম ‘ভলিউম ১’। ‘মাঝরাতে চাঁদ যদি’, ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, ‘ভণ্ড বাবা’র মতো জনপ্রিয় গান ছিলো এতে। এরপর তাদের আরও আটটি অ্যালবাম বাজারে এসেছে। মাঝে কার্যক্রম স্থগিত ছিলো। ২০১৩ সালে ‘ফেরা’ অ্যালবামের মাধ্যমে ফিরে আসেন তারা। গত বছর প্রকাশিত হয় তাদের সর্বশেষ অ্যালবাম ‘অবসকিওর ও বাংলাদেশ’।
অবসকিওর ব্যান্ডের বর্তমান লাইনআপ- টিপু (গায়ক), রাজু (বেজ), রাজিব (লিড গিটার), শান্ত (গিটার), রিঙ্কু (ড্রামস) ও শাওন (কি-বোর্ড)।
বাংলাদেশ সময় : ১৭৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫