অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ গত মাসে জমা দেওয়া হয় সেন্সর বোর্ডে। গত ১০ মার্চ শর্তসাপেক্ষে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।
এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বাংলনিউজকে বলেন, ‘ছবিটি জমা দেওয়ার পর সেন্সর বোর্ড কর্তৃপক্ষ কিছু অংশ সংশোধন করতে বলেছেন। এই শর্তসাপেক্ষে ছাড়পত্র পেয়েছি। সব ঠিক থাকলে আগামী মাসেই ছবিটি মুক্তি দিতে চাই। ’
‘ব্ল্যাকমেইল’ ছবির গল্পে দেখা যায়- অরিন (ববি) ও মুসকানের (মৌসুমী হামিদ) কাজ সবাইকে ব্ল্যাকমেইল করা। কিন্তু রোমিওকে (মিলন) ব্ল্যাকমেইল করতে গিয়ে কাহিনীর মোড় ঘুরে যায়। ছবিটিতে অভিনয় করেছেন মিশা সওদাগর-ও।
সেটা হয়ে থাকলে এ ছবির মাধ্যমেই বড় পর্দায় আনুষ্ঠানিকভাবে অভিষেক হবে মৌসুমী হামিদের। তার হাতে আরও আছে ‘পূর্ণদের্ঘ্য প্রেম কাহিনী টু’ (শাকিব খান, জয়া আহসান, ইমন), ‘ব্ল্যাকমানি’ (সায়মন, কেয়া) এবং মাসুম পারভেজ রুবেল পরিচালিত ‘মিশন সিক্স’ (জায়েদ খান)।
* ‘ব্ল্যাকমেইল’ ছবির প্রোমো
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫