যুক্তরাজ্যের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের স্বীকৃতি পেলো অ্যাডেলের ‘টোয়েন্টি ওয়ান’। এখন পর্যন্ত এর ৫০ লাখ কপি বিক্রি হয়েছে।
হাজার বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ ৫০ অ্যালবামের তালিকায় তাই শীর্ষে আছে ব্রিটিশ গায়িকা অ্যাডেলের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘টোয়েন্টি ওয়ান’। এটি বাজারে আসে ২০১১ সালে। সব মিলিয়ে ইউকে চার্টে ২৩ সপ্তাহ ছিলো এ অ্যালবাম।
তালিকায় দুই নম্বরে স্থান পেয়েছে ২০০৬ সালে প্রকাশিত আরেক ব্রিটিশ গায়িকা প্রয়াত এমি ওয়াইনহাউসের ‘ব্যাক টু ব্ল্যাক’। এর প্রায় ৩৬ লাখ কপি বিক্রি হয়েছে। ৩৩ লাখ কপি বিক্রি হওয়া জেমস ব্লান্টের ‘ব্যাক টু বেডল্যাম’ আছে তিন নম্বরে। ৩১ লাখ কপি বিক্রি হওয়া লিওনা লুইসের প্রথম অ্যালবাম ‘স্পিরিট’ চারে আর ৩০ লাখ কপি বিক্রি হওয়া ডিডোর ‘নো অ্যাঞ্জেল আছে পাঁচ নম্বরে।
যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ অ্যালবাম
১. টোয়েন্টি ওয়ান-অ্যাডেল
২. ব্যাক টু ব্ল্যাক-অ্যামি ওয়াইনহাউস
৩. ব্যাক টু বেডল্যাম-জেমস ব্লান্ট
৪. স্পিরিট-লিওনা লুইস
৫. নো অ্যাঞ্জেল-ডিডো
৬. ওয়ান-বিটলস
৭. ক্রেজি লাভ-মাইকেল বাবল
৮. হোয়াইট ল্যাডার-ডেভিড গ্রে
৯. দ্য ফেম-লেডি গাগা
১০. অ্যা রাশ অব ব্লাড টু দ্য হেড-কোল্ডপ্লে
বাংলাদেশ সময় : ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫