ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২২ মার্চ থেকে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে নজরুল নাট্যোৎসব ২০১৫।
একাডেমির জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তিনদিনব্যাপী এ নাট্যোৎসবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫টি নাটক পরিবেশন করা হবে।
রোববার (২২ মার্চ) সন্ধ্যা ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে নজরুল গবেষক অনুপম হায়াত এবং একাডেমির সচিব ও নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরীর উপস্থিত থাকবেন।
শনিবার (২১ মার্চ) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫