ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

জাতীয় পতাকা উৎসব ২০১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
জাতীয় পতাকা উৎসব ২০১৫

আমাদের দেশের ইতিহাসে ফেব্রুয়ারি আর মার্চ মাস বিশেষ গুরুত্বপূর্ণ। একুশের পর স্বাধীনতা দিবসের মাস মার্চ।

এ দিবসকে ঘিরে ছোটপর্দায় থাকে ভিন্ন সব আয়োজন। এমনই এক আয়োজন রাখছে চ্যানেল নাইন। যার নাম ‘জাতীয় পাতাক‍া উৎসব ২০১৫’।

চ্যানেল সূত্রে জানা যায়, অনুষ্ঠানটি শুরু হবে সকাল ১০টায়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের প্রধান ফটকে এবং চারুকলা সংলগ্ন ফটক দিয়ে এ অনুষ্ঠানে প্রবেশ করা যাবে। তবে ২৩ মার্চ নিরাপত্তাজনিত ‍কারণে উদ্যানের সবগুলো ফটক বন্ধ থাকবে। তবে বন্ধ প্রত্যেকটি ফটকে কিছু নির্দেশাবলী থাকবে।

সকালের আয়োজনে থাকছে চিত্রাঙ্কন(৫ম শ্রেনী পর্যন্ত), স্টেজে জাতীয়সংগীত, পুলিশের পরিবেশনায় গান। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বক্তব্য রাখবেন। এরপর জাতীয় পতাকা উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. খন্দকার বজলুলহক আয়োজনের বিস্তারিত দিক তুলে ধরবেন।

এছাড়া শিমুল মোস্তফার আবৃত্তি পরিবেশনা, দেশাত্মবোধক গান, পাতাকা মিছিলের প্রস্তুতি, মুকানিভয়, আদিবাসী নৃত্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরনীসহ সোলস,বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, শিল্পী মেহরাব ও কর্ণিয়া সংগীত পরিবেশন করবেন।

২৩ মার্চ সকাল ১০টা সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।