মঞ্চ দিয়ে শুরু। বিটিভি, একুশে টিভি, বাংলাভিশন, এশিয়ান টিভির কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।
নায়লার মৃত্যু নিয়ে এখন নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কেউ কেউ বলছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় মৃত্যু হয়েছে তার। তিনি থাকতেন রাজধানীর শ্যামলীতে।
মঞ্চে লোক নাট্যদলের (বনানী) সদস্য ছিলেন নায়লা। দলটির সদস্য হিমেক হাফিজ বলেন, ‘দুই সপ্তাহ আগে নায়লার মা মারা যান। সে সময় তার সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এরপর আমাদের দল প্রধান কামরুন নূর চৌধুরী ফোন দিয়েছিলেন। কিন্তু নায়লা এসএমএস করে জানান, তার মানসিক অবস্থা ভালো নয়। ’
জানা গেছে, মায়ের মৃত্যুর অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন নায়লা। তার ফেসবুক স্ট্যাটাসগুলোতে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া যেতো।
‘ললিতা’, ‘পা রেখেছি যৌবনে’, ‘অ-এর গল্প’ ও ‘মুম্বাসা’সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন নায়লা। সর্বশেষ গত ৩ মার্চ বিটিভির ‘ভ্রান্তিবিলাস-কালের অপেরা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫