ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী-উপস্থাপিকা নায়লার আকস্মিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
অভিনেত্রী-উপস্থাপিকা নায়লার আকস্মিক মৃত্যু নায়লা

মঞ্চ দিয়ে শুরু। বিটিভি, একুশে টিভি, বাংলাভিশন, এশিয়ান টিভির কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।

কয়েকটি নাটক-টেলিছবিতেও দেখা গেছে তাকে। কিন্তু নায়লা নামের সেই জনপ্রিয় মেয়েটির জীবন হঠাৎ থমকে গেলো। গত ২০ মার্চ রহস্যজনকভাবে মারা গেছেন তিনি।  

 

নায়লার মৃত্যু নিয়ে এখন নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কেউ কেউ বলছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় মৃত্যু হয়েছে তার। তিনি থাকতেন রাজধানীর শ্যামলীতে।

 

মঞ্চে লোক নাট্যদলের (বনানী) সদস্য ছিলেন নায়লা। দলটির সদস্য হিমেক হাফিজ বলেন, ‘দুই সপ্তাহ আগে নায়লার মা মারা যান। সে সময় তার সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এরপর আমাদের দল প্রধান কামরুন নূর চৌধুরী ফোন দিয়েছিলেন। কিন্তু নায়লা এসএমএস করে জানান, তার মানসিক অবস্থা ভালো নয়। ’ 

 

জানা গেছে, মায়ের মৃত্যুর অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন নায়লা। তার ফেসবুক স্ট্যাটাসগুলোতে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া যেতো।  

 

‘ললিতা’, ‘পা রেখেছি যৌবনে’, ‘অ-এর গল্প’ ও ‘মুম্বাসা’সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন নায়লা। সর্বশেষ গত ৩ মার্চ বিটিভির ‘ভ্রান্তিবিলাস-কালের অপেরা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন তিনি।  

 

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।