দেড় যুগপূর্তি উপলক্ষে বাঙলা নাট্যদল আয়োজন করেছে জহির আলম পথনাট্যোৎসব। দনিয়া শহীদ মিনার এ কে হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এটি উদ্বোধন করবেন বাংলদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহ-সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ও বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
উৎসবে নাটক পরিবেশন করবে সুবচন নাট্য সংসদ, ঢাকা পদাতিক, থিয়েটার আর্ট ইউনিট, চন্দ্রকলা থিয়েটার ও বাঙলা নাট্যদল। থাকছে বাঙলা নাট্যদলের পথনাটক ‘মুক্তির ছিন্ন দলিল’। এর গল্প গড়ে উঠেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন আবহে। এটি লিখেছেন নাসির আহমেদ, নির্দেশনা দিয়েছেন হ ম সহিদুজ্জামান। অভিনয়ে আবিদ আহমেদ, জয়া হাসান প্রিয়ন্তী, সেলিম বহুরূপী, মেহজাবীন রাত্রি, নাসির আহমেদ, জামিল উদ্দিন লোটাস, সুবর্ণা আক্তার, সৈয়দ পার্ল, শামীম চৌধুরী, পালাশ খান, স্বচ্ছ প্রধান ও মাসুদ হাসান।
উৎসব প্রসঙ্গে দলটির প্রধান আবিদ আহমেদ জানান, দনিয়াতে আমরা একটা সাংস্কৃতিক বলয় তৈরি করেছি। অনুষ্ঠানগুলোতে প্রচুর দর্শক সমাগমেই তা বোঝা যায়। তাই দনিয়ায় ঢাকার প্রথম সারির নাট্যদলের অংশগ্রহণে পথনাট্যোৎসব আয়োজন করেছি। ’
বাংলাদেশ সময় : ১৪০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫