ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এশিয়া প্যাসিফিক অঞ্চলের মিডিয়া উৎসবে বাংলাদেশের জুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
এশিয়া প্যাসিফিক অঞ্চলের মিডিয়া উৎসবে বাংলাদেশের জুরি জিয়াউদ্দিন আদিল

দেশের প্রথম সারির মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল এশিয়া প্যাসিফিক মিডিয়া উৎসবের চূড়ান্ত জুরি দলের সদস্য হিসেবে নির্বাচিত হলেন। এশিয়া প্যাসিফিক মিডিয়া উৎসব হলো বিপণন বিশেষজ্ঞ এবং মিডিয়া প্রফেশনালদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ অঞ্চলের বৃহত্তম সমাগম।

সিঙ্গাপুরে ২৩ মার্চ শুরু হয়ে এটি শেষ হবে আজ মঙ্গলবার।  

 

উৎসবে এবারই প্রথম একজন বাংলাদেশি মিডিয়া প্রফেশনালকে চূড়ান্ত পর্যায়ের বিশেষজ্ঞ প্যানেলের বিচারক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 

উক্ত উৎসবে শীর্ষ মিডিয়া সংস্থাগুলোর সেরা প্রচারণাগুলোকে নেতৃস্থানীয় মার্কেটিং এবং মিডিয়া প্রফেশনালরা যাচাই বাছাই করেন। এর মধ্য দিয়ে চ‚ড়ান্ত বাছাইয়ের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। এখান থেকে একটি বিশেষজ্ঞ প্যানেল বিজয়ীদের নির্বাচন করেন। উৎসবের গালা অ্যাওয়ার্ড নাইটে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

 

বাংলাদেশ সময় : ১৪২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।