ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
জেনে নিন কোথায় কী ‘অশনি সংকেত’ ছবিতে সৌমিত্র চট্টপাধ্যায় ও ববিতা

রাজধানীর বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে ২৭ এপ্রিল রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

 

মঞ্চ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি

* জাতীয় চিত্রশালা প্লাজা : আন্তর্জাতিক নৃত্যদিবস উপলক্ষে ‘সন্ত্রাস রুখে দাও নৃত্যের ছন্দে’।

মেলা ও নৃত্যনুষ্ঠান  প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা।  

* এক্সপেরিমেন্টাল থিয়েটার হল : নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অব ড্রামার নাটক ‘গহর বাদশাহ ও বানেছা পরী’ সন্ধ্যা ৭টায়। সংকলিত লোকগাঁথা অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন হৃদি হক, নির্দেশনায় কামরুজ্জামান রনি।  

 

চলচ্চিত্র

ইএমকে সেন্টার, ধানমণ্ডি : সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’ সন্ধ্যা ৬টায়। অভিনয়ে সৌমিত্র চট্টপাধ্যায়, ববিতা, সন্ধ্যা রায়, চিত্রা বন্দ্যোপাধ্যায়, পরিতোষ বন্দ্যোপাধ্যায়।

স্টার সিনেপ্লেক্স

* ফিউরিয়াস সেভেন থ্রিডি (সকাল ১০টা ৫০, সকাল ১১টা ১৫, দুপুর ১টা ৪০, দুপুর ১টা ৪৫, বিকেল ৪টা ২৫, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ১৫)।

* ছুঁয়ে দিলে মন (সকাল ১০টা ৫০, দুপুর ১টা ২০, বিকেল ৪টা ১০, সন্ধ্যা ৭টা)।

* সিন্ডারেলা (সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ৪৫, সন্ধ্যা সাড়ে ৭টা)।

 

ব্লকবাস্টার সিনেমাস

* ফিউরিয়াস সেভেন থ্রিডি (দুপুর ১২টা, দুপুর ২টা ৫০, বিকেল ৫টা, সন্ধ্যা ৭টা ৫০)।

* খোকা বাবু ৪২০ (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ৪০, সন্ধ্যা ৬টা ৪৫)।

* ইনসার্জেন্ট থ্রিডি (দুপুর ১২টা, বিকেল ৫টা ৪০, রাত ৮টা ১০)।

* দ্য ল্যাজারাস ইফেক্ট (দুপুর ২টা ৩০, সন্ধ্যা সাড়ে ৬টা)।

* ছুঁয়ে দিলে মন (দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।

* মর্টডিকাই (দুপুর সাড়ে ১২টা, বিকেল সাড়ে ৪টা)।

* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (দুপুর ২টা ৩০)।

 

প্রদর্শনী

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি : কাজী গিয়াসউদ্দিনের একক চিত্রকলা প্রদর্শনী ‘নোটেশন: রিকনস্ট্রাক্টেড’ চলবে ২৬ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।

বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান ১ : শিল্পী মাহবুবুর রহমানের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ডাস্ট টু ডাস্ট (২০১০-২০১৫)’ চলবে চলবে ২ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।  

আলিয়ঁস ফ্রঁসেজ, ধানমন্ডি 

* লা গ্যালারি : ‘টু ইয়াং টু ওয়েড’ একক আলোকচিত্র প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা।

* গ্যালারি জুম :  লুবনা চার্যর একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ফায়ারফ্লাই’ চলবে ৬ মে পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা।

দৃক গ্যালারি, ধানমন্ডি :  মোস্কা নাজিব ও নাজেস আফরোজের আলোকচিত্র প্রদর্শনী `কাবুল থেকে কলকাতা: সম্পদ, স্মৃতি ও পরিচয়’ চলবে ৬ মে পর্যন্ত।

গ্যালারি চিত্রক, ধানমন্ডি : সুকুমার পালের একক সরাচিত্র প্রদর্শনী ‘ফিরে চল মাটির টানে-২’ চলবে ১ মে পর্যন্ত ।
ইএমকে সেন্টার, ধানমণ্ডি : পীযূষ কান্তী সরকারের একক চিত্রপ্রদর্শনী ‘ইনার ওয়ার্ড’ চলবে ৯ মে পর্যন্ত।

 

টেলিভিশন

এটিএন বাংলা : মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম থেকে ২৫তম জাতীয় হকি প্রতিযোগিতার ফাইনাল খেলা বিকেল ৩টা ৫ মিনিটে সরাসরি। বিবিসি মিডিয়া অ্যাকশন নির্মিত তথ্যচিত্র ‘আমরাই পারি’ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। ধারাবাহিক নাটক ‘দহন’ রাত ৮টায়। অভিনয়ে অরুণা বিশ্বাস, কেএস ফিরোজ, নাজনীন চুমকী, শাহাদাৎ হোসেন, প্রভা, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা। প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘সাতটি তারার তিমির’ রাত ১০টা ৫৫ মিনিটে। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার, মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, সাদিকা স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন। ইরেশ যাকেরের উপস্থাপনায় বিদ্রুপাত্মক টক শো ‘কি অবস্থা?’ ১১টা ২৮ মিনিটে।

চ্যানেল আই : বাংলায় ডাব করা ইংরেজি ছবি ‘হোয়াট ডাজন্ট কিল ইউ’ বিকেল ৩টা ৫ মিনিটে। অভিনয়ে মার্ক রাফ্যালো, আমান্ডা পিট, এথান হক। চট্টগ্রামে অনুষ্ঠিত ‘বিবিসি বাংলাদেশ সংলাপ’ রাত ৮টায়। ধারাবাহিক নাটক ‘একজন মায়াবতী’ রাত ৯টা ৩৫ মিনিটে। অভিনয়ে মাহফুজ আহমেদ, সুমাইয়া শিমু, আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, রোজী সিদ্দিকী, মামুনুর রশীদ, সোহেল খান, আবদুল্লাহ রানা, তানভীর হোসেন প্রবাল।

এনটিভি :  ধারাবাহিক নাটক ‘লেক ড্রাইভ লেন’ রাত ৮টা ১৫ মিনিটে। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, অপূর্ব, তানিয়া, সুইটি, তমালিকা, সৈয়দ হাসান ইমাম। বাপ্পা মজুমদারের উপস্থাপনায় ‘গীতিময়’ রাত ৯টায়। কবি খোশনূর আলমগীরের গান গাইবেন শিল্পী: বাপ্পী ও পিংকী ছেত্রী। ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি প্যাক’ রাত ৯টা ৪৫ মিনিটে। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, মিশু সাব্বির, মৌটুসী বিশ্বাস, বুড়ি আলী, অগ্নিলা, ঊর্মিলা, স্পর্শিয়া, ইসমত জেরিন তন্বী, দিলারা জামান, কায়েস চৌধুরী।

আরটিভি : ধারাবাহিক নাটক ‘ঝংকারী বেগম’ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। অভিনয়ে চম্পা, আমিরুল হক চৌধুরী, আখম হাসান, ভাবনা, শামীম জামান। ধারাবাহিক নাটক ‘উড়ামন’ ৮টা ২০ মিনিটে। অভিনয়ে জাহিদ হাসান, নওশীন, অহনা, সিদ্দিকুর রহমান, শামীম জামান, কেয়া চৌধুরী। শারমিন লাকীর উপস্থাপনায় ‘ব্রাইডাল শো’ ৯টা ৫০ মিনিটে।  

বাংলাভিশন :  ধারাবাহিক নাটক ‘নন স্টপ’ রাত ৮টা ১৫ মিনিটে। অভিনয়ে ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, চঞ্চল চৌধুরী, কুসুম সিকদার, তানিয়া হোসাইন, সুজানা, শামস সুমন, ডা এজাজ, ফারুখ আহমেদ, সাবেরী আলম, রিফাত চৌধুরী, মিলন ভট্রাচার্য, শামীম, সানজিদা তন্ময়। ধারাবাহিক নাটক ‘চলিতেছে সার্কাস’ রাত ৯টা ০৫ মিনিটে। অভিনয়ে ড. ইনামুল হক, মোশাররফ করিম, মৌটুসী বিশ্বাস, শামীমা নাজনীন, মুনিরা মিঠু, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, আব্দুল্লাহ রানা, সাজ্জাদ রেজা, রিফাত চৌধুরী, সমাপ্তি মাসুক।  

মাছরাঙা টেলিভিশন : বিনোদন সংবাদের প্রতিদিনের আয়োজন ‘বিনোদন সারাদিন’ সন্ধ্যা সাড়ে ৬টায়। উপস্থাপনায় সুমাইয়া। ধারাবাহিক নাটক ‘দোস্ত দুশমন’ রাত ৯টা ২০ মিনিটে। অভিনয়ে অ্যালেন শুভ্র, কাজী আসিফ, শবনম ফারিয়া, তৌসিফ মাহবুব, সোনিয়া হোসেন, তাসনুভা তিশা, জেনি, জয়শ্রী কর জয়া, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, বন্যা মির্জা, সাজু খাদেম, শামীমা নাজনীন, ডিকন নূর। ধারাবাহিক নাটক ‘অপূর্বা’ রাত ১১টায়। অভিনয়ে অপর্ণা, নিশো, স্বাগতা, হিল্লোল, স্বর্ণা, আলিফ, ইমি, সামিয়া সাঈদ, আল মনসুর, শিরিন আলম, শাহেদ আলী, ইরফান সাজ্জাদ, ডিকন নূর।

দেশ টিভি : ধারাবাহিক নাটক ‘কলিংবেল’ রাত ৯টা ৪৫ মিনিটে। অভিনয়ে আব্দুল্লাহ রানা, সানজিদা প্রীতি, সাজু খাদেম, মিশু সাব্বির, তানজিকা আমিন, অ্যালেন শুভ্র, আইরিন আফরোজ। ধারাবাহিক নাটক ‘নাইন অ্যান্ড অ্যা হাফ’ রাত সাড়ে ১০টায়। অভিনয়ে হাসান ইমাম, কুমকুম হাসান, মুমতাহিনা টয়া, সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির, ঈশিকা খান, জিল্লুর রহমান, ফারহান আহমেদ জোভান, সাইদ জামান শাওন, সিফাত তাহসিন, আরবি প্রীতম, তুহিন রাসেল, শান্তা জাহান, সোয়েব মুনির, পারসা ইভানা।  

চ্যানেল নাইন : বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৪-১৫: শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড বনাম লে. শেখ জামাল ডিসি লিমিটেডের খেলা বিকেল ৪টা ১৫ মিনিটে সরাসরি। আইপিএল-৮: কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ রাত সাড়ে ৮টায় সরাসরি।

জিটিভি : ভৌতিক ধাঁচের ধারাবাহিক নাটক ‘ডেইলি ফ্রাইট নাইট’ রাত ১২টায়। অভিনয়ে লুৎফর রহমান জর্জ, তানভিন সুইটি, মিশু সাব্বির, স্বাগতা, সেলিম শেখ, শ্যামল মাওলা, অদিতি মাহমুদ, সুজানা, মুন ইসলাম, সাবা, আশিকুর রহমান পুতুল, শাওন হক, মৌ, সেন্টু।

এশিয়ান টিভি : দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় ‘ইয়াং স্টার’ রাত ১০টায়। অতিথি সানজিদা তন্ময় ও সাব্বির আহমেদ।
এসএ টিভি :
 ধারাবাহিক নাটক ‘আদর্শ লিপি’ রাত ৮টায়। অভিনয়ে মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু।

 

বাংলাদেশ সময় : ১১২৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।