ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বরচিত্রের আবৃত্তি উৎসব ও প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুন ৭, ২০১৫
স্বরচিত্রের আবৃত্তি উৎসব ও প্রতিযোগিতা

স্বরচিত্রের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আবৃত্তি উৎসব ও স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্মুক্ত আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১০ জুন বিকেল সাড়ে ৪টায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উৎসবের উদ্বোধন করবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে পাঁচদিনের এই আয়োজন চলবে ১৪ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা অবধি থাকবে বরেণ্য আবৃত্তিশিল্পীদের পরিবেশনা।

জানা গেছে, মোট ছয়টি বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীকে যে কোনো কবির একটি কবিতা বা ছড়া মুখস্ত আবৃত্তি করতে হবে। আগামী ৯ জুনের মধ্যে স্বরচিত্রের নির্ধারিত নিবন্ধন পত্রে আবেদন করতে হবে। একাদশ, দ্বাদশ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগীকে ১০০ টাকা প্রদান সাপেক্ষে আবেদন করতে হবে। প্রতিযোগীদের সবাইকে সনদপত্র এবং প্রথম দশজনকে পুরস্কৃত করা হবে। যোগাযোগ ১২১ আজিজ সুপার মার্কেট (তৃতীয় তলা), শাহবাগ, ঢাকা।

স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আসিফ আরমান বলেন, ‘সংস্কৃতি চর্চায় স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আবৃত্তি এখন উজ্জ্বলতম স্বতন্ত্র এক শিল্পমাধ্যম। স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র এই শিল্পমাধ্যমে নিরলস কাজ করছে। আবৃত্তি শিল্পের বিকাশে নিয়মিত কাজের অংশ হিসেবে আমাদের এই আয়োজন। ’

বাংলাদেশ সময় : ১৫৩০ ঘণ্টা, জুন ৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।