ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সময় অসময়ে’ শহীদুজ্জামান সেলিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
‘সময় অসময়ে’ শহীদুজ্জামান সেলিম শহীদুজ্জামান সেলিম

নাটকের নাম ‘সময় অসময়ে’। মূল চরিত্র চারটি।

এগুলোতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মৌটুসী বিশ্বাস, ইন্তেখার দিনার ও হাসিন রওশন। নাটকটি লিখেছেন আশরাফুল চঞ্চল। উত্তরা-সহ ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণ হয়েছে।

এবারের ঈদের জন্য নাটকটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা শহিদুজ্জামান সেলিম। তিনি জানান, এটি মূলত একটি মানবিক গল্প , বাস্তবতার গল্প। প্রায়ই আমাদের চোখে পড়ে এমন ঘটনা। কিন্তু এক পর্যায়ে গিয়ে এটাকে অত্যন্ত নাটকীয় মনে হয়। মনে হয় যা নাটকেই সম্ভব। কিন্তু বাস্তব জীবনে আমাদের এর চেয়েও বড় বড় নাটকীয়তা অপেক্ষা করে। সেটা যখন ঘটে তখন মনে হয় এসব বাস্তব জীবনেও ঘটে।

‘সময় অসময়ে’ প্রচার হবে এনটিভিতে। এ ছাড়া এটিএন বাংলার জন্য একটি নাটক পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম।

বাংলাদেশ সময় : ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।