ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ভারতীয় টিভি চ্যানেল বন্ধ নেপালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
ভারতীয় টিভি চ্যানেল বন্ধ নেপালে

নেপালের বিভিন্ন শহরে আর গ্রামে ভারতীয় চ্যানেলগুলো খুবই জনপ্রিয়। তবে এখন তারা ভারতীয় কোনো টিভি চ্যানেল দেখতে পারছেন না।

কারণ ক্যাবল টেলিভিশন অপারেটররা প্রায় সব ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে। নেপাল কেবল টিভি অপারেটর্স অ্যাসোসিয়েশনের প্রধান সুধীর পরাজুলি জানিয়েছেন, ৪২টি ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার তারা বন্ধ করে দিয়েছেন।

নেপালের নতুন সংবিধান নিয়ে অসন্তুষ্টির কারণে দেশটিতে গত কয়েকদিন ধরে পণ্য বোঝাই ট্রাক আটকে রেখেছে ভারত, এমন অভিযোগ উঠেছে। এ কারণে নেপালে জ্বালানিসহ অত্যাবশ্যকীয় পণ্যের একটা সঙ্কট দেখা দিয়েছে। সেজন্যই পাল্টা প্রতিবাদ জানাতে মূলত ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে নেপালের কয়েকটি সিনেমা হলে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীও বন্ধ রাখা হয়েছে। বিচ্ছিন্নভাবে মিছিলও হচ্ছে কাঠমান্ডুতে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।