জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরষ্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ (৫ অক্টোবর) দেওয়া হবে নাগরিক সংবর্ধনা। এ জন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
বিকেল থেকেই শুরু হয় মহড়া, চলে রাত অবধি। কয়েকটি গানের তালে তালে চলে মহড়া। এই আয়োজনের পেছনে গুরুদায়িত্ব পালন করছেন তিন সঙ্গীতশিল্পী কিশোর দাস, জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদ। আর্থ প্যারেডে ১৮ মিনিটের পরিবেশনায় বাজবে তাদের তৈরি করা গান।
কিশোর, পারভেজ ও জয় বাংলানিউজকে জানান, কয়েকটি দেশাত্মবোধক, সাঁওতালি ও মণিপুরি গান নিয়ে তৈরি করা হয়েছে ১৮ মিনিটের একটি মেডলি। এই মেডলির সংগীতায়োজন করেছেন কিশোর, জয় ও পারভেজ। মেডলিতে এই তিনজন ছাড়াও কণ্ঠ দিয়েছেন ১০ জন কণ্ঠশিল্পী। অন্যরা হলেন মুহিন, রন্টি, সাব্বির, লিজা, পুলক, কোনাল ও পূজা।
পারভেজ বলেন, ‘প্যারেডের সঙ্গে ১৮ মিনিট ব্যাপ্তির মেডলি। শেষের কয়েক মিনিট মঞ্চে থাকবো আমরা ১০ শিল্পী। এই আয়োজনে অংশ নিতে পেরে আমরা বেশ গর্বিত ও আনন্দিত। ’
পুরো আর্থ প্যারেডের আয়োজন করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আজ বেলা সাড়ে তিনটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হবে নাগরিক সংবর্ধনা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার সামনে পরিবেশনা করা হবে ওয়ার্দা রিহাবের কোরিওগ্রাফিতে এই আয়োজনটি।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসও