ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আমার স্ক্যান্ডাল তুলনামূলক কম’

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
‘আমার স্ক্যান্ডাল তুলনামূলক কম’ পপি / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আমি প্রেমে পড়িনা। সচেতনভাবেই এই কাজটা আমি করিনা।

আর কেউ যদি আমার প্রেমে পড়েই যায়, আমি সায় দিইনা। পরিবেশ-পরিস্থিতির কথা হিসেব করেই মন থেকে সায় আসেনা। আমি আসলে চলচ্চিত্র নিয়েই থাকতে চাই। ’ জনপ্রিয় চিত্রনায়িকা পপির সঙ্গে আলাপচারিতায় মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উঠে এলো প্রেমের প্রসঙ্গ। আলোচ্য বিষয়ের বাইরে গিয়ে পপি আরো বলেন, ‘প্রায়ই শুনি মিডিয়ার অমুক নায়িকা বিয়ে করেছেন। আবার শুনি তার সংসার ভেঙে গেছে। আবারও তার বিয়ের খবর বের হয়। আমি সব সময় এসব থেকে দূরে থাকি। আমি আমার ক্যারিয়ার নিয়ে সচেতন থাকার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, এ ক্ষেত্রে সাংবাদিকরা আমাকে দারুণভাবে সহযোগিতা করছেন। ’

কিন্তু আপনার নামে তো নানা সময়ে প্রেম ও বিয়ে সংক্রান্ত খবর বের হয়েছে। সেগুলোর ব্যাপারে কী বলবেন? এমন প্রশ্নের জবাবে পপি হাসতে হাসতে বলেন, ‘ভালো সাংবাদিকতা মন্দ সাংবাদিকতা দুই-ই তো চলছে, নাকি? দ্বিতীয় দলের সাংবাদিকরা এমনটা করেছেন। এতে আমি বিচলিত নই। কারণ এসবের কিছুরই প্রমাণ নেই তাদের হাতে। আর একটু হিসেব করলে দেখবেন আমার স্ক্যান্ডাল তুলনামূলক কম। ’

আপনার স্ক্যান্ডাল তুলনামূলক কম, এটা দিয়ে আসলে কী বোঝা যায়? পপি বলেন, ‘এটা আসলে আমার কাজের প্রতি দর্শকদের ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাদের জন্যই এতদূর আসতে পেরেছি। তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছি আমি। এই স্বীকৃতির একটা মূল্য আছে। আমি ভালো কাজের জন্যই অপেক্ষা করি সব সময়। ’

এখন আপনার হাতে তেমন সিনেমা নেই। আপনি নাটকে ব্যস্ত। এর ব্যাখ্যা কী? ‘ভালো সিনেমার অফার প্রতিদিন পাবো এমনটা প্রত্যাশা করিনা। এখন যা দিনকাল পড়েছে বড় বাজেটের ছবিই হচ্ছে না। আমি একা সারভাইব করছি না। পাঁচ বছর আগেও এ দেশে এক কোটি টাকার বাজেটের ছবি হতো। এখন সেটা নেমে গেছে ৫০-৬০ লাখে। আর গুণী নির্মাতারও অভাব রয়েছে। তাদের অনেকেই পরপারে চলে গেছেন। গুণী যারা আছেন, তাদের হাতে সিনেমা নেই। এই অবস্থায় মনের ক্ষুধা নিবারণের জন্য নাটক-টেলিফিল্মে কাজ করি। কিন্তু ওটা আমার ঠিকানা নয়। ’

দীর্ঘদিন পর পর সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। বেছে বেছে অভিনয় করছেন। এই সিনেমাগুলো কী আপনার মনের মতো হচ্ছে? পপি একটু সময় নিয়ে বললেন, ‘সব যে মনের মতো হয়, ঠিক তা নয়। তবে আমি চেষ্টা করছি। শুরুটা ভালো হলেও শেষে দেখা যায় সেই সিনেমায় অনেক অসঙ্গতি। এসব মেনে নিয়েই কাজ করছি। ’

এই সপ্তাহে একটি ইংরেজি ভাষার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী অভিনেত্রী পপি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এসব উঠে আসে আলোচনায়। পপি জানান, ‘দ্য আমেরিকান ড্রিম’ ছবিটিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এর দৃশ্যধারণ শুরু হবে আগামী বছরের শুরুতে। পপির বিপরীতে অভিনয় করবেন নায়ক সায়মন। এটি হবে এই জুটির প্রথম সিনেমা।

পপি বলেন, ‘বাঁধন নামের একটি মেয়ের হুট করে বিয়ে হয় আমেরিকান প্রবাসী এক ব্যক্তির সঙ্গে। সংসার করতে সেখানে যেতে হয় ওকে। কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারেনা মেয়েটি। তৈরি হয় নানা জটিলতা। বাঁধনের ভূমিকায় আমি অভিনয় করছি। আমার কাছে মনে হয়েছে যে, এই চরিত্রটিতে অভিনয় করা যায়, নতুনত্ব আছে। দীর্ঘদিন পর নতুন ছবিতে সাইন করেছি। দেখা যাক। ’

‘দি আমেরিকান ড্রিম’ ছবিটিতে ব্যবহার করা হবে দুটি ভাষা, ইংরেজি ও বাংলা। পপি জানান, এটি আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক। পরিচালক এম জসীম উদ্দিন পপির সঙ্গে চুক্তি করেই ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। তিনি ওই দেশেই থাকেন।  

এদিকে কিছুদিন আগে পপি ‘সোনাবন্ধু’ নামে একটি চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় ছবিটিতে টিভি নাটকের শিল্পী ডিএ তায়েবের সঙ্গে অভিনয় করছেন পপি। কিছু দৃশ্যের চিত্রায়ণ এরই মধ্যে শেষ হয়েছে।

এই নায়িকার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ‘দুই বেয়াইয়ের কীর্তি’। এটি গত ২৯ মে মুক্তি পায়।  

এদিকে গত ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে পপি তিনটি নাটক ও টেলিফিল্ম। ঈদের কাজের ফিডব্যাক জানতে চাইলে পপি মুচকি হেসে বলেন, ‘নাটকের ফিডব্যাকের প্রত্যাশা করি কম। হয়তো অনেকে দেখেছেন। আবার নাও দেখতে পারেন। আমি অত খোঁজও রাখিনা। ’



বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসও/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।