ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

সারারাত ট্রেনে রবীন্দ্র কবিতার নায়িকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
সারারাত ট্রেনে রবীন্দ্র কবিতার নায়িকা সোনিয়া হোসেন / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা ‘হঠাৎ দেখা’ অবলম্বনে তৈরি হচ্ছে একক নাটক। পুরো গল্পটা বলা হবে ট্রেন ভ্রমণের সময়।

তাই আজ বুধবার (৭ অক্টোবর) সারারাত ট্রেনে চড়বেন সোনিয়া হোসেন। তিনি এতে অভিনয় করছেন তুলি চরিত্রে।

পূবাইলে ফ্ল্যাশব্যাক অংশের চিত্রায়ন হয়ে গেছে গত ৫ ও ৬ অক্টোবর। এতে সোনিয়ার সহশিল্পী ডা. এজাজ ও সমাপ্তি মাসুক। নাট্যরূপ ও পরিচালনায় রুবাইয়াত হাসান।

এবারই প্রথম রবীন্দ্রনাথের কোনো চরিত্রে কাজ করলেন সোনিয়া। তিনি বাংলানিউজকে বললেন, ‘সমকালীন প্রেক্ষাপটে হঠাৎ দেখা কবিতাকে উপস্থাপন করা হচ্ছে এতে। চলচ্চিত্রের মতো খুব সুন্দর করে ধরে ধরে কাজটা করা হচ্ছে। ’

বাংলাদেশ সময় : ১২২৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।