ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

সিঙ্গাপুরে দুর্গোৎসবে রুনা লায়লা

মনজুরুল আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
সিঙ্গাপুরে দুর্গোৎসবে রুনা লায়লা রুনা লায়লা/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংগীত পরিবেশন করতে সিঙ্গাপুর যাচ্ছেন রুনা লায়লা। দুর্গোৎসবটির নাম রাখা হয়েছে গীতি আলেখ্য ‘রূপসী বাংলা ও আমাদের পূজো’।

আগামী ২২ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের ৬এ বিটি রোডের পূজা বাড়িতে গান গেয়ে শোনাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী।

সিঙ্গাপুর যাওয়ার খবর নিশ্চিত করে বাংলানিউজকে রুনা বলেন, ‘অনেক বছর পর এই দেশে যাচ্ছি। আয়োজকদের ভাবনাটা ভালো লেগেছে আমার। রূপসী বাংলা আর পূজোর সম্মিলন থাকছে এতে। প্রবাসে থেকেও যারা রূপসী বাংলাকে মনে ধারণ করেন তা দেখে ভালো লাগে। এসব আয়োজনে গাওয়াটা উপভোগও করি। ’

দুর্গোৎসবের আয়োজন করেছে সিঙ্গাপুরের বাংলা ইউনিভার্সাল সোসাইটি। উৎসব শুরু হবে ২০ অক্টোবর থেকে। প্রথম দুই দিন গান গাইতে যাবেন চট্টগ্রামের গায়িকা বৃষ্টি মুৎসুদ্দি। তিনি ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ বিজয়ী।

রুনা বাংলানিউজকে জানালেন, আগামী ২০ অক্টোবর তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন। ঢাকায় ফিরে আসবেন ২৩ অথবা ২৪ অক্টোবর।

বাংলাদেশ সময় : ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।