ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ৮১টি ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ৮১টি ছবি

৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে জমা পড়েছে বাংলাদেশ-সহ বিশ্বের ৮১টি দেশের ছবি। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এ ঘোষণা দিয়েছে।



২০১৬ সালের অস্কারে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’। প্রতিবেশী দেশ ভারত থেকে নির্বাচিত হয়েছে চৈতন্য তামহানে পরিচালিত মারাঠি ছবি ‘কোর্ট’।

এবারের আসরে এই বিভাগে ফেভারিট ভাবা হচ্ছে পাকিস্তানের ‘মুর’, ইতালির ‘ডোন্ট বি ব্যাড’, ফ্রান্সের ‘মাস্ট্যাং’, অস্ট্রেলিয়ার ‘অ্যারোস অব দ্য থান্ডার ড্রাগন’, নেপালের ‘তালাকজাং ভার্সাস তালকি’, ব্রিটেনের ‘আন্ডার মিল্ক উড’ ছবিগুলো। তবে বাংলাদেশ ও ভারতের ছবি দুটির সম্ভাবনা যে নেই তা কিন্তু নয়।  

এবারের আয়োজনের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ১৪ জানুয়ারি। আর অস্কারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি হবে ২৮ ফেব্রুয়ারি।

অস্কারের ইতিহাসে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ইতালি সর্বোচ্চ ১৪বার আর ফ্রান্স ১২বার সেরার স্বীকৃতি নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।