ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রতিযোগিতা হবে লোকসংগীত গেয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
প্রতিযোগিতা হবে লোকসংগীত গেয়ে

বাংলা গানের শেকড় খুঁজতে গেলে, যেতে হয় লোকসংগীতের কাছেই। গ্রামের চাষা-মজুর, কৃষক, মাঝি যে গান গেয়ে উঠেন ক্লান্তিতে-আনন্দে; সেটা লোকসংগীত ছাড়া আর কিছু না।

বাঙালির দিনযাপন-প্রেম-বিরহ-ভাবনা লোকসংগীতেই উঠে এসেছে নিখুঁতভাবে। তবে আধুনিকতার ধাক্কায় এটি যে হারিয়ে যাওয়ার শংকায় ভুগছে না, তা কিন্তু নয়।

লোকসংগীতকে আরও খানিকটা সামনে নিয়ে আসার উদ্যোগ হাতে নিয়েছে আড়ং ডেইরি-চ্যানেল আই। তারা যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে একটি সংগীতবিষয়ক রিয়েলিটি শো। যেটি শুধু লোকসংগীত নির্ভর। এ গানেই প্রতিযোগীরা অংশ নেবেন। আয়োজনটি এবারই প্রথম করতে যাচ্ছেন তারা।

এর যাত্রা শুরু হবে চলতি বছরেই। তবে কবে থেকে নিবন্ধন, কারা এতে অংশ নিতে পারবেন, পুরস্কারই বা কি হবে- এসব বিস্তারিত এখনও জানাননি আয়োজকরা। জানাবেন আগামী ১৫ অক্টোবর।

ওইদিন দুপুরে চ্যানেল আই ভবনে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনের। এখানে রিয়েলিটি শো’র পরিকল্পনা-কার্যক্রম তুলে ধরবেন আয়োজকরা। উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ব্র্যাক ডেইরী অ্যান্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক তৌফিকুর রহমান ও লোকসংগীতের বরেণ্য শিল্পীরা। সংবাদ সম্মেলনটি দুপুর ১২টায় সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।