ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ব্লকবাস্টার সিনেমাসে ‘প্যান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ব্লকবাস্টার সিনেমাসে ‘প্যান’

স্কটিশ লেখক জে.এম. ব্যারির ‘পিটার প্যান’ গল্পটা অনেকেরই পড়া। এটি প্রথম মঞ্চে আসে ১৯০৪ সালে।

ওই গল্পের প্রিক্যুয়েল হিসেবে হলিউডে তৈরি হয়েছে ‘প্যান’। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় গত ৯ অক্টোবর আমেরিকায় মুক্তিপ্রাপ্ত ছবিটি এবার দেখতে পারবে ঢাকার দর্শকরা।

১৬ অক্টোবর থেকে এর প্রদর্শনী হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। জো রাইট পরিচালিত ছবিটির গল্প পিটার প্যান ও ক্যাপ্টেন হুককে ঘিরে। এতে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান, গ্যারেট হেডলান্ড, রুনি মারা ও লেভি মিলার। ছবিটি তৈরিতে খরচ হয়েছে ১৫ কোটি ডলার অর্থাৎ ১ হাজার ১৬৬ কোটি ১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।

ঢাকায় মুক্তি উপলক্ষে ব্লকবাস্টার সিনেমাসে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য।

বাংলাদেশ সময় : ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।