ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাবিবের যা কিছু প্রথম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
হাবিবের যা কিছু প্রথম হাবিব ওয়াহিদ

হাবিব ওয়াহিদ। জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী সংগীত পরিচালক।

গায়ক হিসেবেও তিনি দারুণ জনপ্রিয়। আত্মপ্রকাশের পর থেকে সুরের ইন্দ্রজালে  এক সুতোয় গেঁথেছেন কোটি কোটি শ্রোতাকে। এক যুগ ধরে তিনি শাসন করছেন দেশীয় সংগীতজগত। হাবিব একাধারে কাজ করছেন নানা অঙ্গনে। অডিও, প্লেব্যাক, জিঙ্গেলে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তিনি যে অঙ্গনেই হাত রেখেছেন ফলেছে সোনা। হাবিব তাই যুগে যুগে নতুন ও প্রাসঙ্গিক। আজ তার জন্মদিনে (১৫ অক্টোবর) স্মৃতিচারণ করা যাক তার প্রথম কাজগুলো নিয়ে-  

* সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের অভিষেক অ্যালবাম ‘কৃষ্ণ’। প্রকাশ পায় ২০০৩ সালে। রিমেক গানের এই অ্যালবামের গান শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

* ‘রেখোনা তো ভয় মনে, কোনো ভাবনা’- এটা একটা জিঙ্গেল। ল্যাবএইড হাসপাতালের বিজ্ঞাপনচিত্রের এই জিঙ্গেলটি মানুষের এখনও মুখে মুখে ফেরে।

* হাবিবের গাওয়া প্রথম ডুয়েট গান ‘তোমাকে ছেড়ে আমি’। তার সঙ্গে গেয়েছিলেন ন্যানসি। এই গানটি বোনাস ট্র্যাক হিসেবে রাখা হয়েছিলো শিরিনের ‘পাঞ্জাবিওয়ালা’ অ্যালবামে। গানটি এতোটাই জনপ্রিয় হয়েছিলো যে, পরে হাবিবেরই নতুন সংগীতায়োজনে ২০১৪ সালে এটি ব্যবহার করা হয় কলকাতার ‘বিন্দাস’ ছবিতে।

*
হাবিব ওয়াহিদের প্রথম মৌলিক গান ‘দিন গেলো তোমার পথ চাহিয়া’। ছেলে-বুড়ো সবার প্রিয় এই গান।

* নাটকের গানেও আলোচিত হাবিব। প্রথমবার ‘রমিজের আয়না’র ‘দুরের মানুষ’ গানটি তৈরি করেন। বেশ জনপ্রিয়তা অর্জন করে এটি।

* মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের জন্য প্রথমবার তৈরি করেন সিগনেচার টিউন। সেটা এখনও সেরা।

* টেলিভিশন চ্যানেলের জন্য থিম সং তৈরিতেও হাবিব অনন্য। আরটিভির জন্য প্রথমবার তৈরি করেছিলেন ‘সময় তোমার অপেক্ষায়’ গানটি।

* চলচ্চিত্রে তার প্রথম প্লেব্যাকের কথা তো সবাই জানেন। ‘হৃদয়ের কথা’ ছবির ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু’। এটি চলচ্চিত্রের গানে যোগ করে নতুন মাত্রা।

* প্রথমবার দেশের গান তৈরি করেন ‘এই তো প্রেম’ ছবির জন্য। ‘হৃদয় আমার বাংলাদেশ’ গানটি যে কোনো দেশপ্রেমিকের রক্তে কাঁপন তোলে।

* প্র্রথমবার সিঙ্গেল ট্র্যাক ছেড়েও উদাহরণ তৈরি করেন হাবিব। সেই গানের ভিডিওসহ এক গানের এক অ্যালবাম ছেড়েছেন তিনি। ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ নামের গানটি শ্রোতাদের মন জয় করেছে।

‘তোমাকে ছেড়ে আমি’ গানের ভিডিও:


‘দিন গেলো তোমার পথ চাহিয়া’ গানের ভিডিও-


‘কৃষ্ণ’ অ্যালবামের ইউটিউব লিংক-


বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসও/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।