ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাসপাতালে জন, অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
হাসপাতালে জন, অস্ত্রোপচার জন অ্যাব্রাহাম

‘ফোর্স টু’ ছবির দৃশ্যধারণে ব্যস্ত ছিলেন হাঙেরীর বুদাপেস্ট শহরে। ৫০তম দিনে ঘটলো দুর্ঘটনা।

অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন জন অ্যাব্রাহাম। এ দুর্ঘটনায় অস্ত্রোপচারও করা হয় জনের পায়ে। চিকিৎসকের পরামর্শে এখন হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন জন।

৪২ বছর বয়সী এই তারকা বৃহষ্পতিবার (১৫ অক্টোবর) তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি।

ছবিটির ক্যাপশনে ‘ধুম’খ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ আমায় দোয়া করার জন্য। দিন দিন সুস্থ হয়ে উঠছি। আশা করি খুব শিগগিরই সেটে ফিরে আসবো। ’ 

ছবির প্রযোজক বিপুল অর্মুতলাল শাহ বলেছেন, ‘আমরা একটি অ্যাকশন দৃশ্যের কাজ করছিলাম। যেখানে জনকে একটি দরজা ভাঙতে হবে। দরজা ভাঙার সময়ই তিনি হাঁটুতে মারাত্মক চোট পান। ’

অভিনয় দেও পরিচালিত ‘ফোর্স টু’ ছবিতে জনের সহশিল্পী সোনাক্ষী সিনহা। এটি মুক্তি পাবে ২০১৬ সালে।    

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।