ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তারায় তারায় হবে বাসর, স্বর্গ হবে প্রতিবেশী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
তারায় তারায় হবে বাসর, স্বর্গ হবে প্রতিবেশী

অনেক জনপ্রিয় গানের গীতিকার তিনি, কিন্তু চলচ্চিত্রে এতোদিন একটাও গান লেখা হয়নি তার! অবশেষে সেই অতৃপ্তি ঘুচলো শহীদুল্লাহ ফরায়জীর। ‘ন্যায় বিচার’ নামের একটি ছবির জন্য গান লিখেছেন তিনি।

 

গানটির এর কথা এমন- ‘যদি একটু তুমি ভালোবাসো/আমি বাসবো আরও বেশি/তারায় তারায় হবে বাসর/স্বর্গ হবে প্রতিবেশী। ’ এতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ও দিনাত জাহান মুন্নী। সুর ও সংগীত পরিচালনায় শওকত আলী ইমন। এবারই প্রথম ফরায়জীর লেখা গান সুর করলেন তিনি।

এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর প্রযোজনায় ফিরলো ঋদ্ধি টকিজ। প্রদীপ দে'র পরিচালনায় এর চিত্রায়ন শুরু হবে আগামী মাসে।

নিয়মিত চলচ্চিত্রের জন্য গান লিখতে চান জানিয়ে শহীদুল্লাহ ফরায়জী বলেন,‘অডিও অ্যালবামে গান লিখে আমি সন্তুষ্ট। আমার অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আছে। ইচ্ছে আছে, চলচ্চিত্রের গান লিখে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। ’

২০০২ সালে শহীদুল্লাহ ফরায়জীর অনুমতি নিয়ে তার লেখা একটি গান ব্যবহার করা হয় মতিন রহমান পরিচালিত ‘মাটির ফুল’ ছবিতে। এটাই বড় পর্দায় তার গীতিকার হিসেবে একমাত্র কাজ।

বাংলাদেশ সময় : ২৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।