ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিমুল মুস্তাফার হাফ সেঞ্চুরি!

মনজুরুল আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
শিমুল মুস্তাফার হাফ সেঞ্চুরি!

আবৃত্তির মধ্য দিয়েই বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন, দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে, তৈরি করেছেন প্রতিবাদের ভাষা। আবৃত্তিতে তৈরি করেছেন নিজস্ব ঢঙ।

এটাই তাকে নিয়ে গেছে লাখো মানুষের কাছে। পেয়েছেন দর্শকদের ভালোবাসা, অসংখ্য পুরস্কার। বলা হচ্ছে শিমুল মুস্তাফার কথা। জনপ্রিয় এই আবৃত্তিকার উদযাপন করতে যাচ্ছেন ৫০তম জন্মবার্ষিকী।

জন্মদিনেও আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা। তার ৫০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে 'শিমুল জয়ন্তী'। আজ শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে (লিফটের ৪) বিকেল ৪টায় শুরু হবে অনুষ্ঠানটি। সবার জন্য উন্মুক্ত।

শিমুল মুস্তাফার জন্ম ঢাকায়। বেড়ে উঠেছেন এই শহরেই। প্রয়াত খান মোহম্মদ গোলাম মুস্তাফা ও আফরোজ মুস্তাফা দম্পতির এই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয় থেকেই আবৃত্তি তার নেশা হয়ে যায় । আশির দশকের গোড়ার দিকে জড়িয়ে পড়েন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এরপর কেটেছে দীর্ঘ তিন দশক। তার সেই নির্ভীক বলিষ্ঠ কণ্ঠস্বর আজও মানুষকে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করে।

এ পর্যন্ত বিভিন্ন প্রকাশনা থেকে শিমুল মুস্তাফার ৪০টির মতো আবৃত্তির অ্যালবাম প্রকাশিত হয়েছে। দেশের বাইরেও পেয়েছেন খ্যাতি। এ ছাড়া তিনি আবৃত্তি প্রশিক্ষক ও সংগঠক হিসেবে কাজ করে থাকেন।

বাংলাদেশ সময় : ০০১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।