ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়ার জন্য হাওয়ায় ওড়ার মতোই খবর। এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে (এমটিভি ইএমএ) বেস্ট ইন্ডিয়া অ্যাক্ট বিভাগের পুরস্কার জিতেছেন ভারতীয় এই অভিনেত্রী-গায়িকা।



প্রিয়াঙ্কার প্রতিদ্বন্দ্বী ছিলেন মনিকা দোগরা, ইন্ডাস ক্রিড ব্যান্ড, দ্য স্কা ভেঞ্জার্স ব্যান্ড ও ইউর শিন ব্যান্ড। তবে শেষ হাসি হেসেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। ভায়াকম এইটিনের ইংলিশ এন্টারটেইনমেন্ট চ্যানেলের হেড অব রিসোর্স ফারজাদ পালিয়া বলেছেন, ‘ভারত ও বহির্বিশ্বে প্রিয়াঙ্কা চোপড়ার অনেক ভক্ত। অনেক মাইলফলক গড়ে সাফল্য ও খ্যাতি দুটোই পেয়েছেন তিনি। এমন একজন পুরস্কার জেতায় আমরা গর্বিত। ’

জানা গেছে, এবার বেস্ট ওয়ার্ল্ডওয়াইড অ্যাক্ট: আফ্রিকা/ইন্ডিয়া অ্যাক্ট বিভাগে বেস্ট আফ্রিকা অ্যাক্ট ডায়মন্ড প্লাটিনামজ পুরস্কার জয়ের দৌড়ে শামিল হবেন প্রিয়াঙ্কা। যতো বেশি ভোট পাবেন, ততো তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে। সংগীতশিল্পী এড শিরান ও রুবি রোজের উপস্থাপনায় আগামী ২৫ অক্টোবর ইতালির মিলানে জমকালো আয়োজনে বিজয়ী তালিকা ঘোষণা করা হবে।

তিন বছর আগে নিজের প্রথম গান ‘ইন মাই সিটি’ বের করেন প্রিয়াঙ্কা। প্রকাশের প্রথম সপ্তাহে এর ১ লাখ ৩০ হাজার কপি বিক্রি হয়েছে। ২০১২ সালে ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডসে বেস্ট ফিমেল আর্টিস্ট, বেস্ট সং ও বেস্ট ভিডিও বিভাগে মনোনয়ন পান তিনি। ২০১২-১৩ মৌসুমের এনএফএল-এর সানডে নাইট ফুটবলের থিম সংও ছিলো এই গান।  

সম্প্রতি ‘কুয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক টিভি সিরিজে অভিষেক হয়েছে প্রিয়াঙ্কার। এর মধ্যে এলো এই সুখবর। আগামী ১৮ ডিসেম্বর বলিউডে মুক্তি পাবে তার নতুন ছবি ‘বাজিরাও মাস্তানি’।

প্রিয়াঙ্কা চোপড়ার গাওয়া গানের ভিডিও :

* ইন মাই সিটি


* এক্সোটিক


* আই কান্ট মেক ইউ লাভ মি


বাংলাদেশ সময় : ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।